আমাদের সেবা সম্পর্কে জানুন!

.
আস-সালামু আলাইকুম,

 “কুরআনিক ট্রিটমেন্ট বিডি“  রুকইয়াহ ও হিজামা সেন্টারে আপনাকে স্বাগতম। আল্লাহর ইচ্ছায় আমরা ২০১৯ সাল থেকে অথ্যন্ত সুনামের সাথে সেবা দিয়ে আসছি।  রুকইয়াহ ও হিজামা উভয় সেবার ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক রাকী ও হিজামা থেরাপীস্টদের বিভিন্ন কার্যকরী পদ্ধতি অবলম্বন করি।

.

বর্তমানে আমাদের সেন্টারে আমরা ৫টি সেবা প্রদান করি:

.

১. পরামর্শ সাপোর্ট

.

“পরামর্শ সাপোর্ট” বলতে সাধারণভাবে বিভিন্ন ধরনের সহায়তা বা নির্দেশনা দেওয়ার প্রক্রিয়া বোঝানো হয়, যা মানুষকে তাদের সমস্যাগুলোর সমাধান বা সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। সরাসরি চেম্বারে এসে কিংবা ফোন কলে আপনার সমস্যার কথা জানিয়ে আপনি বাসায় বসে আমাদের তৈরী করা সেল্ফ রুকইয়াহর পেইড পরা্মর্শ ফলো করে সেল্ফ রুকইয়াহ করতে পারেন সাথে আমাদের আন্ডারে টেলিগ্রাম সাপোর্ট গ্রুপে আনলিমিটেড সাপোর্ট পাবেন ইনশ-আল্লাহ।

✅ পরামর্শ সাপোর্টে আপনি যেসব সেবা পেতে পারেন:

 ব্যক্তিগত পরামর্শ
 সমস্যা নির্ণয় ও রেফারেল
 ফলো-আপ
 সেল্ফ রুকইয়াহ পরামর্শ
 ২০+ সমস্যার রুকইয়াহ প্রেসক্রিপশন
 স্বাস্থ্য পরামর্শ
 প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন
 আনলিমিটেড সাপোর্ট
 ফোন কলে সাপোর্ট

.

 

২. রুকইয়াহ শরইয়াহ

.

“রুকইয়াহ শরইয়াহ” হলো কুরআন ও সহীহ হাদিস, অভিজ্ঞতা ও গবেষণালব্ধ জ্ঞানের আলোকে এমন চিকিতসা পদ্ধতি যা জিন-যাদু, ওয়াসওয়াসা,বদনজর ও বিভিন্ন মানসিক-শারিরিক সমস্যা থেকে সুস্থ হওয়ার জন্য ব্যবহৃত হয়।

এক্ষেত্রে  চিকিতসার জন্য নতুন পেশেন্টদের প্রথমে ১টি শর্ট ডায়াগোনোসিস রুকইয়াহ করা হয়। এটি করতে সর্বমোট ১ ঘন্টা সময় লাগে। এরপর ধাপে ধাপে প্রতিমাসে ১টি ২.৫ ঘন্টা+ লং রুকইয়াহ সেশন করে চিকিতসা নিতে হয়।

✅ রুকইয়াহ শরইয়াহ এর মাধ্যমে যেসকল সমস্যা দূর হয়।

 ওয়াসওয়াসা
 বদনজর
 জিন-পরীর আছর
 কালোযাদুর সমস্যা
 মানসিক সমস্যা
 দূরারোগ্য ও অজ্ঞাত রোগ
 ভয়-ভীতি ও দূ:সপ্নের সমস্যা
 মানসিক অস্থিরতা ও বিষন্নতা
 বিয়ে, রিজিক ও সফলতায় বাধার সমস্যা
 পারিবারিক ও দাম্পত্য জীবনের কলহ
 নামাজ, কুরআন তেলওয়াত যিকর-আযকারসহ সকল ইবাদতে অনীহা
 বাইপোলার ডিজওর্ডার, সিজোফ্রেনিয়া, হিস্টিরিয়া এডিএইচডি, অটিজম ও মৃগীরোগ
 যাবতীয় বদঅভ্যাস যেমন পর্ণাসক্তি, মাদকাসক্তি ও মোবাইলে আসক্তির সমস্যা

 

[ বি: দ্র:  দূরের পেশেন্ট ও প্রবাসী পেশেন্টদের জন্য অনলাইনে ভিডিও কলে শর্ট রুকইয়াহ সেশন করে চিকিতসা দেয়া হয়। ]

.

৩. হিজামা ও ড্রাই কাপিং

.

হিজামা হলো একটি প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি, যা ইসলামে খুবই গুরুত্বপূর্ণ এবং রাসূলুল্লাহ ﷺ এর সময় থেকেই ব্যবহৃত হয়ে আসছে। এই পদ্ধতিতে কাপ (cup) ব্যবহার করে শরীর থেকে কিছু রক্ত বের করে আনা হয়, যা শরীরের স্বাস্থ্য ও স্বাভাবিক কার্যক্রম পুনরুদ্ধারে সাহায্য করে।

এটি একটি সুন্নাহ ও বিজ্ঞানসম্মত চিকিতসা এটি শরীরের রোগপ্রতিরোধ খমতা বাড়ায় ও শরীরকে ডিটক্সিফাই করে। একজন সুস্থ স্বাভাবিক মানুষ কোন রোগবালাই ছাড়াই বছরে ২-৩মাস পর পর ৩/৪ বার হিজামা নিতে পারেন। । আর বিভিন্ন রোগের জন্য উপকার পেতে ১ মাস পর পর বেশ কয়েকটি সেশন হিজামা দরকার হয়।

কাপিং থেরাপি একটি প্রাচীন চীনা চিকিৎসা পদ্ধতি, যেখানে মাংসপেশির উপর বিশেষ কাপ বা বাটি রেখে তাপ বা শূন্যস্থান তৈরি করা হয়, যাতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় , পেশি শিথিল হয় ব্যথা কমে আসে ইত্যাদি ইত্যাদি।

(আমাদের এখানে মহিলাদের জন্য মহিলা থেরাপীস্ট  ও পুরুষদের জন্য পুরুষ খেরাপীস্টগন এ সেবা দিয়ে থাকেন)

✅ হিজামা ও ড্রাই কাপিং এ যেসকল রোগে উপকার পাওয়া যায়!
 মাথাব্যথা ও মাইগ্রেন
 পিঠ, ঘাড় ও কোমরের ব্যথা
 জয়েন্টে ব্যথা ও আর্থ্রাইটিস
 উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস
 চর্মরোগ, স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তির দূর্বলতা
 হজমের সমস্যা ও গ্যাস্ট্রিক
 মানসিক চাপ উদ্বেগ ও ঘুমের সমস্যা
 বন্ধ্যাত্ব ও পিরিয়ড সমস্যায়
 জাদু-জ্বিন ও বদনজরের সমস্যায়
 দূর্বল ইমিউন সিস্টেম ও শরীর ডিটক্সিফাই

.

৪. আকুপ্রেশার  ও আকুপাংচার :

.

আকুপ্রেশার (Acupressure) হলো একটি প্রাচীন চীনা চিকিৎসা পদ্ধতি যা শরীরের নির্দিষ্ট পয়েন্টে চাপ (pressure) প্রয়োগ করে রোগ বা সমস্যা নিরাময় করার জন্য ব্যবহৃত হয়। এটি আকুপাংচার (Acupuncture) এর মতো, কিন্তু আকুপ্রেশারে সূঁচের বদলে আঙুল বা অন্য কোনো বস্তু দিয়ে চাপ প্রয়োগ করা হয়।

শরীরের বিভিন্ন পয়েন্ট চাপ, প্রেশার ও হাত কিংবা বিভিন্ন টুলস দিয়ে মেসেজ দিয়ে আকুপ্রেশার করা হয়। যা শরীরে হারানো স্টিমিনা ফিরিয়ে আনে এবং এটি বিভিন্ন রোগের জন্য সম্পূর্ণ প্রাকৃতিক চিকিতিসা।

আকুপাংচার (Acupuncture) হলো একটি প্রাচীন চীনা চিকিৎসা পদ্ধতি, যা শরীরের নির্দিষ্ট পয়েন্টে সূঁচ (needle) প্রবেশ করিয়ে শরীরের শক্তির (চি বা Chi) ভারসাম্য প্রতিষ্ঠা করার চেষ্টা করে। এটি মূলত শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে শক্তির প্রবাহের উন্নতি সাধন করে এবং বিভিন্ন রোগের চিকিৎসা করার জন্য ব্যবহৃত হয়।

✅আকুপ্রেশার ও আকুপাংচার যেসকল রোগে উপকার পাওয়া যায়!
 মাথাব্যথা ও মাইগ্রেন
 মানসিক চাপ ও উদ্বেগ
 ঘুমের সমস্যা
 পেশির ও জয়েন্ট ব্যথা
 পেটের সমস্যা
 হরমোনজনিত ভারসাম্যহীন্যতা
 ওজন নিয়ন্ত্রন
 রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
 দূর্বল ইমিউন সিস্টেম
 বাঁকা মুখ (বেলস পালসি)

.

.

৫. লাইফস্টাইল মডিফিকেশন

লাইফস্টাইল মডিফিকেশন (Lifestyle Modification) হলো এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে একটি ব্যক্তির দৈনন্দিন জীবনযাত্রা, অভ্যাস এবং আচরণে পরিবর্তন আনা হয় যাতে তার শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নত হয়। এটি খাদ্যাভ্যাস, শারীরিক কার্যকলাপ, ঘুমের পরিমাণ, মানসিক স্বাস্থ্য, সোশ্যাল সম্পর্ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদানগুলির ওপর মনোযোগ দেয়।

লাইফস্টাইল মডিফিকেশন স্বাস্থ্যকর জীবনযাপন নিশ্চিত করতে এবং বিভিন্ন ধরনের দীর্ঘমেয়াদী রোগ যেমন হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অতিরিক্ত ওজন, ক্যান্সার, স্ট্রেস ইত্যাদি প্রতিরোধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসকল বিষয়ে একদম প্রাথমিক দিকনির্দেশনা দেয়া হবে।

✅ লাইফস্টাইল মডিফিকেশনের মূল উপাদানগুলো হলো:
 পুষ্টিকর ও সুষম খাদ্যাভ্যাস
 নিয়মিত শরীরচর্চা
 পর্যাপ্ত ঘুম
 স্ট্রেস বা মানসিক চাপ নিয়ন্ত্রণ
 খারাপ অভ্যাস পরিহার
 ওজন নিয়ন্ত্রণ
 রোগনিরোধী চেকআপ ও সচেতনতা
 সামাজিক সংযোগ ও সম্পর্ক উন্নয়ন
 পর্যাপ্ত বিশ্রাম ও হালাল বিনোদন

.
এপয়েন্টমেন্ট নেওয়ার নিয়মঃ
.
নূন্যতম ৩ দিন আগে কল দিয়ে সিরিয়াল বুক করতে হয়। তবে খালি থাকা সাপেক্ষে ইমার্জেন্সী সিরিয়াল তথা যেদিনের সিরিয়াল সেদিনও মোবাইলে যোগাযোগ করে দেওয়া যায়।
কল দিবেন সকাল ৮ টা থেকে রাত ৮ টার মধ্যে নিম্নোক্ত নম্বরে।
     .
📞 01763 951  371
📞  01833 406 632
    .
সেন্টারের লোকেশনঃ
.
  রোড ১৯, বাসা ৫৫ (২য় তলার বামপাশে) রুপনগর আবাসিক, মিরপুর-২, ঢাকা ১২১৬
.
 গুগল ম্যাপ লোকেশন:
.
.
সোশ্যাল মিডিয়া:
.
❇️ টেলিগ্রাম:
❇️মেসেঞ্জার:
❇️ফেসবুক  :
❇️ ইউটিউব: 
❇️ ট্রেনিং গ্রুপ:
❇️ পেশেন্টদের রিভিউ: 
❇️ সাজেশন গ্রুপ:
.
যারা কুরআন-হাদিস অনুযায়ী শরঈয়তসম্মত এই চিকিৎসা জানে না তাদের কাছে আমাদের লিংকগুলো শেয়ার করে পৌছে দিন।
আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি কেউ উপকৃত হয়।