শরীরে একাধিক জ্বিন থাকার আলামত।
March 9, 2025
বদনজরের প্রেসক্রিপশন
March 13, 2025
শরীরে একাধিক জ্বিন থাকার আলামত।
March 9, 2025
বদনজরের প্রেসক্রিপশন
March 13, 2025

জ্বিন কি শরীরে আসা-যাওয়া করতে পারে

 

যে কোন জ্বিন শয়তান আইন-হাসাদের কারণে বা ইশকের কারনে বা সিহরের কারণে হোক একজন ব্যক্তির শরীরে প্রবেশ করেছে।

আর সেই জ্বিন শয়তান চাইলে কি শরীরে যখন ইচ্ছা আসা যাওয়া করতে পারবে!

◽এই বিষয়টি কে তিন ভাগে ভাগ করা যায়।

১। কিছু রাক্বি এবং কিছু পেশেন্ট ধারণা করে যে, জ্বিনে আক্রান্ত রুগীর শরীরে থেকে জ্বিন বের হয়ে তার আশেপাশে থাকা মানুষ অর্থাৎ রুগীর মা-বাবা, ভাই-বোনদের কষ্ট দেয় বা আক্রান্ত করে।

📍তবে এই বিশ্বাসটা সম্পূর্ণ ভুল।

২। কিছু রুগী এবং রাক্বি বিশ্বাস করে এক প্রকার বিশেষ জ্বিন আছে যারা রুকইয়াহ করার সময় শরীর থেকে বের হয়ে চলে যায়। এবং রুকইয়াহ শেষ করার পর পুনরায় ফিরে আসে।

📍এমন ধারণা পোষণ করার কারণ হচ্ছে রুকইয়াহ করার সময় রুগীর কোন প্রতিক্রিয়া না হওয়া। রুকইয়াহ প্রভাব পরিলক্ষিত না হওয়া রুগী উপর।

এই বিশ্বাসটাও সম্পূর্ণ ভুল।

🟥 কারণ,,,

এই বিশ্বাস গুলো ভুল কারণ, জ্বিন একবার শরীরে প্রবেশ করার পর শরীরে থাকে। সে হচ্ছে একজন খাদেম, হতে পারে আইনের বা সিহরের বা হাসাদের খাদেম বা আশিক জ্বিন। এই খাদেম জ্বিন একটা বিষয়কে পরিচালনা করার জন্য শরীরে প্রবেশ করেছে।

আর এই জ্বিন শয়তান শরীরে প্রবেশ করার পর যে বিষয়ের জন্য সে শরীরে প্রবেশ করেছে সেই বিষয় নষ্ট না হওয়া পর্যন্ত সেই জ্বিন চাইলেও বের হতে পারে না।

সেটা হতে পারে সিহর বা আইন বা হাসাদ বা ইশক। যেটার জন্য হোক না কেন, যতক্ষন এই সমস্যা গুলো নষ্ট হবে না ততক্ষণ বের হতে পারবে না।

২। আরবের একজন প্রখ্যাত রাক্বি আবু ইয়াহিয়া তাঁর সাক্ষাৎকারে বলেছিলেন,

একজন জ্বিন যখন মানুষের শরীরে প্রবেশ করে সেটা সহজ বিষয় না। কখনো কখনো জ্বিন মানুষের শরীরে প্রবেশ করার সময় মারাও যেতে পারে। অনেক বেশি কষ্টকর মানুষের শরীরে প্রবেশ করা।

কারণ আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। এবং আল্লাহ রব্বুল আলামীন মানুষের শরীরকে সেইভাবে সুরক্ষা দিয়ে তৈরী করেছেন। যার ইচ্ছে প্রবেশ করতে পারবে এমন না,খুব কষ্টকর মানুষের শরীরে প্রবেশ করা শয়তানদের জন্য।

৩। মানুষের শরীর থেকে বের হওয়াটা শয়তানের জন্য বিষয়টা কেমন, সেই বিষয়ে প্রখ্যাত রাক্বি আবু ইয়াহিয়া বলেন:

◽একজন গর্ভবতী মার প্রসব বেদনাকে ৭০ গুন বৃদ্ধি করলে যত কষ্ট তার চেয়ে হাজার গুন কষ্ট একজন জ্বিনের মানুষের শরীর থেকে বের হওয়াটা।

▫️আর একবার বের হয়ে গেলে পুনরায় আর প্রবেশ করে না জ্বিন শয়তান।

🔴 তবে আশিক জ্বিনদের মধ্যে এক প্রকার আশিক জ্বিন আছে যাদের রাক্বি তেলাওয়াতের এবং তাদমিরের মাধ্যমে জোর করে আল্লাহর হুকুমে বের করতে সক্ষম হয়েছে। কিন্তু সে বের হওয়ার রুগীকে ফলো করতে শুরু করে রুগীর কোন একটি আমলের কমতি যেমন : মাসনুন আমল বা সঠিক ভাবে পাঁচ ওয়াক্ত সলাত আদায় কিছু একটা গাফিলতির কারনে পুনরায় প্রবেশ করার চেষ্টা করে বা ফিরে আসে।

◾আর এমন সমস্যা হয় ১০০০% এর মধ্যে ০০০১%, অর্থাৎ খুব খুব কম হয় এমন সমস্যা।
সংগ্রহীত

@Quranic Treatment BD

0
Empty Cart Your Cart is Empty!

It looks like you haven't added any items to your cart yet.

Browse Products