জ্বীন-শয়তান টাকা পয়সা অপচয় করে!

রিজিকের উপর বদনজর দূর করতে রুকইয়াহ!
July 27, 2024
১ম বার রুকইয়াহ করার পর বিয়ে হয়ে যায়!
July 27, 2024
রিজিকের উপর বদনজর দূর করতে রুকইয়াহ!
July 27, 2024
১ম বার রুকইয়াহ করার পর বিয়ে হয়ে যায়!
July 27, 2024

জ্বীন-শয়তান টাকা পয়সা অপচয় করে!

 কোন ব্যক্তি যখন জ্বিন /যাদুতে আক্রান্ত হয়,তখন জ্বীন শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে “তোমার জটিল রোগ হয়েছে,একাধিক রোগে আক্রান্ত তুমি”। এতে করে ব্যক্তি দুশ্চিন্তা গ্রস্ত হয়ে পড়ে। কোন অসুস্থ ব্যক্তি যদি দুশ্চিন্তা করে তাবে তার অসুস্থতা আরও বেশি বৃদ্ধি পায়,এটা খুব স্বাভাবিক।

 

আর দুশ্চিন্তার মাধ্যমে রোগীর অসুস্থতাকে জ্বীন শয়তান আরও বাড়িয়ে তোলে। কোন ব্যক্তি যদি রোগে আক্রান্ত হওয়ার পর দুশ্চিন্তা না করে তবে তিনি ৫০% সুস্থ থাকবেন।কিন্তু জ্বীন শয়তান ব্যক্তিকে ক্রমাগত ওয়াসওয়াসা দিতে থাকেন। এতে ব্যক্তি চিন্তিত হয়ে চিকিৎসকের কাছে যায়।

 

চিকিৎসক বিভিন্ন টেস্ট করেন,একের পর এক।নানা টেস্টের পরও কোন অসুস্থতা ধরা পড়ে না। চিকিৎসক গনও এই সমস্যা কেন হচ্ছে তা বের করতে পারেন না। তখন রুগিকে বলা হয় আপনার মানসিক সমস্যা, হয়তো আপনি দুশ্চিন্তা বেশি করছেন,কিংবা এটা গ্যাসের ব্যথা। আর এভাবে রুগী বার বার চিকিৎসকের কাছে যাচ্ছেন।

 

কোন সমস্যা যখন বের হচ্ছে না তখন চিকিৎসা মানসিক চিকিৎসার জন্য রেফার করেন। এভাবে একজন রুগী বড় ক্ষতির সম্মুখীন হয়। অভিজ্ঞতা থেকে বলা য়ায় এমনও রুগী আমরা পেয়েছি যারা প্রায় ৫-১০ লক্ষ টাকা পর্যন্ত খরচ করেছেন চিকিৎসার পেছনে। এটা একটা বিশাল অপচয়।

 

অনেকে নিঃস্ব হয়ে যায় বার বার চিকিৎসা গ্রহণ করতে করতে।কিন্তু কোন সমাধানে আসে না।যেখানে কোন রোগ ধরা পরছে না সেখানে চিকিৎসাটা কিভাবে হবে। যদি রোগ ধরা পরতো তাহলে তো চিকিৎসা করা যেত। আবার অন্য দিকে অনেকে কোন সমস্যা হলে জ্বীন হুজুর, তান্ত্রিক, যাদুকর,কবিরাজের কাছে যায়।

 

আর তারা মূলত শিরকি পদ্ধতিতে চিকিৎসা দেয়, এতে কোন সমাধান আসে না। এখানেও হাজার হাজার টাকা খরচ করছে রুগী। এগুলো মূলত জ্বীন শয়তানের ওয়াসওয়াসা। কারণ জ্বীন শয়তান চায় না রুগী সঠিক চিকিৎসা গ্রহণ করুক।

 

যদি রুকইয়াহ শরইয়াহ চিকিৎসা গ্রহণ করে তবে জ্বীনকে কষ্ট পেতে হবে আর সে রুগীর শরীরে কোন ভাবে বসবাস করতে পারবে না। যার কারনে রুগীকে সঠিক চিকিৎসা গ্রহণ করতে বিভিন্ন ভাবে বাঁধার সৃষ্টি করে থাকে। @Quranic Treatment BD