
কোন কোন আয়াত রুকইয়াহর জন্য সর্বাধিক ব্যবহৃত হয়?
June 26, 2025
বৃষ্টিতে ভিজলেই জ্বর, সর্দি, ঠান্ডা লাগার মত সমস্যা গুলো কেন হয়ে থাকে?
July 3, 2025
জ্বীনে আক্রান্ত বাচ্চার পাঁচটা লক্ষণ
১।সন্ধ্যার পর থেকে ভয় পাওয়া। বিশেষ করে মাগরিবের পর থেকে ভয় পাওয়া। বা রাতে ঘুমের মধ্যে ভয় পেয়ে চিৎকার করে জেগে উঠা।
২। রাতে ঘুমের মধ্যে দাঁতে দাঁত লাগিয়ে দাঁত কাটা।
এই সমস্যাকে অনেক ক্রিমির সমস্যা মনে করে। বাচ্চাকে ক্রিমির ওষুধ খাওয়ানোর পরেও দাঁতে দাঁত কেটে যাচ্ছে। তাহলে সেই জ্বিন দ্বারা আক্রান্ত।
৩। ঘুমের মধ্যে বার বার নড়াচড়া করা। বা বার বার পাশ পরিবর্তন করা। কিংবা শরীরের একটা অংশ ঝাঁকি দিয়ে উঠা এবং হাতের পাতা মুষ্টি বদ্ধ করে রাখা।
৪। প্রচন্ড বদমেজাজি হয়ে থাকে, প্রচন্ড জেদি হয়ে থাকে। মাঝে মাঝে এমন ভাবে কথা বলে মন হয় না এটি ছোট বাচ্চার কথা। বড়দের মত কড়া কড়া কথা বলে, আঘাত দিয়ে কথা বলে যা ছোট বাচ্চারা কখনো করার কথা না।
৫। বাচ্চারা সাধারনত লম্বা সময় ধরে ঘুমায় কিন্তু বাচ্চা খুব অল্প সময় ঘুমায়। তাছাড়া বাচ্চা রাতের একটি নির্দিষ্ট সময় জেগে উঠে এবং কান্না করতেই থাকে, চিৎকার করতে থাকে বন্ধ হওয়ার নাম থাকে না।
এমন সমস্যায় আক্রান্ত বাচ্চাদের রুকইয়াহ করতে হবে। আর এমন সমস্যার জন্য যদি কোন রুকইয়াহ না করানো হয় তবে বাচ্চা বেড়ে উঠার সাথে সাথে অনেক সমস্যা ও জটিলতা নিয়ে বড় হতে থাকে।






