যে কারনে সকলের হিজামা করা উচিৎ!
June 24, 2024Urinary TRACT Infection (UTI) প্রতিরোধে হিজামা
June 24, 2024আব্দুর রহমান ইদনে আবী লাইলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন যাদু করা হয়েছিল, তখন তিনি নিজ মাথায় শিঙ্গা লাগিয়েছেন। (যাদুল মা’আদ: ৪/১২৫)
“নিশ্চয় হিজামা চিকিৎসার মধ্যে সকল রোগের শেফা রয়েছে। তোমরা হিজামা পদ্ধতি গ্রহন কর।”
হিজামা একটি নববী চিকিৎসা ব্যবস্থা। রাসূল ছাল্লাল্লাহু আ’লাইহি ওয়া ছাল্লাম অনেক বার নিজের জীবনে প্রয়োগ করেছেন হিজমা।
যাদু গ্রস্তরা রুকইয়াহ করে যত তাড়াতাড়ি সুস্থতা পাই। রুকইয়াহ আর হিজামা দুইটি করলে তারচেয়ে বেশি তাড়াতাড়ি সুস্থ হয়।
■ কাউকে পাগল বানানোর যাদু করলে তাকে রুকাইয়াহ করে মাথায় হিজাম/কাপিং থেরাপি নিলে তাড়াতাড়ি সুস্থ হয়
বেশির ভাগ যাদু ঘাড়ের রক্ত প্রবাহে থাকে রুকইয়াহ করে ঘাড়ে কাপিং থেরাপি নিলে যাদু বের হয়ে আসে।
যাদের বিয়ে বন্ধের যাদু করা হয় তাদেরকে রুকইয়াহ করার পরও যদি বিয়ে না হয় তবে কোমরে হিজামা করলে রুগী দ্রুত সুস্থ হয়ে যায়।
যাদের শরীরে মাংস কাঁপে তারা রুকইয়াহ করে কাপিং থেরাপি নিলে দ্রুত সুস্থ্য হয়ে যায় ইন শা আল্লাহ
রুকইয়াহ এবং হিজামা/কাপিং একে অন্যের পরিপূরক।
⚠️(বিঃ দ্রঃ আমাদের সেন্টারে অভিজ্ঞ পুরুষ থেরাপিস্ট ও মহিলা থেরাপিস্ট আছেন)
আ্যপয়েন্টমেন্ট: 01833 40 66 32
(সকাল ৮টা থেকে বিকেল ৩টার মধ্যে কল দিবেন)