
Urinary TRACT Infection (UTI) প্রতিরোধে হিজামা
June 24, 2024
কোমরে ব্যাথার জন্য হিজামা!
June 24, 2024হিজামা করতে ভয়! বাস্তবতা জানুন
” হিজামার রক্ত টা আসলে আসে কোথা থেকে? হিজামা করতে যেয়ে শিরা বা ধমনী এসব আবার কাটা পড়বে নাতো ? “
ত্বক আমাদের শরীরের সবচেয়ে বৃহত্তম অঙ্গ। এর নিচে জালের মত বিছানো রক্ত পরিবহন তন্ত্রটি থাকে ত্বকের দ্বিতীয় স্তরে (ছবির লাল | নীল রং এর সরু লাইন গুলোই সেই Dermal Capillaries যা হাজার হাজার আণুবীক্ষণিক ছিদ্রযুক্ত)
এগুলো আমাদের শরীরের সবচেয়ে সূক্ষ্ম রক্তনালীবড় বড় শিরা বা ধমনীর থেকে এর গঠন একদম আলাদা। এগুলো এতটাই সূক্ষ্ম যে খালি চোখে দেখা মুশকিল!
এখন হিজামার স্ক্র্যাচ এর কথা যদি ধরা হয় তাহলে দেখবেন, এই স্ক্র্যাচ ও অনেক সূক্ষ্ম। এতটাই যে, এতে চামড়ার বড়জোর প্রথম লেয়ারে আঁচড়গুলো পড়ে। এর ও আরো গভীরে থাকা এইসব ক্যাপিলারিগুলো কাটা পড়ে না। আর এটাই হল হিজামার স্ট্যান্ডার্ড প্রসিডিউর।
যদি স্ট্যান্ডার্ড প্রসিডিউর ফলো করা হয় তাহলে একটু মিলালেই দেখবেন, হিজামা করা যখন শেষ হয় তখন প্রায় প্রতিটি স্ক্র্যাচ পয়েন্টে বিন্দু বিন্দু ঘাম জমে, যেটা আসলে প্লাজমা। আর এই যে প্লাজমা টা বের হচ্ছে, এটা নিশ্চিত করা কিন্তু হিজামার জন্যে খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ।
এই ধাপ শেষে এবার আপনি যতই সাকশন দেন না কেন প্রতিবার বড়জোর শুধু পানির মত প্লাজমাই বের হবে, লাল রক্ত আর আসবে না।
প্রশ্ন হল আসেনা কেন?
আসেনা কারন ঐ যে বললাম- হিজামাতে Dermal Capillaries ও কাটা পড়েনাহিজামার সাকশন এর জন্যে এগুলোর ছিদ্র দিয়ে প্লাজমা আর নগন্য কিছু ভেঙে যাওয়া রক্তকণিকা বের হয়ে আসে। আর সেগুলো প্রথম লেয়ার এর স্কিন সার্ফেসের জাস্ট নিচে জমা হয়যা স্ক্র্যাচ পয়েন্ট দিয়ে পুনরায় সাকশনে বেরিয়ে আসে
যদি হিজামাতে Deep Cut (যেটা একদম নিষিদ্ধ) হয় তাহলে দেখবেন বেশিরভাগ পয়েন্টে সেই ট্রান্সপারেন্ট ফ্লুইড এর অস্তিত্ব আর পাওয়া যাবেনা সহজে!! প্রতি সাকশনে রক্তই আসতে থাকবে। যা একটা ভুল পন্থা।
যারা ভাবেন হিজামা করলে এইসব বড় বড় শিরা বা ধমনীর এর মত Structure কাটা পড়ে তাদের বলছি -শিরা বা ধমনী আমাদের চামড়া ভেদ করে আরো অনেক অনেক ভেতরে থাকে! তাই ভয়ের কিছু নেই
এপয়েন্টমেন্ট নেওয়ার নিয়মঃ.নূন্যতম ৩ দিন আগে কল দিয়ে সিরিয়াল বুক করতে হয়। তবে খালি থাকা সাপেক্ষে ইমার্জেন্সী সিরিয়াল তথা যেদিনের সিরিয়াল সেদিনও মোবাইলে যোগাযোগ করে দেওয়া যায়।কল দিবেন সকাল ৮ টা থেকে রাত ৮ টার মধ্যে নিম্নোক্ত নম্বরে।.01763 951 371
01833 406 632
.সেন্টারের লোকেশনঃ.রোড ১৯, বাসা ৫৫ (২য় তলার বামপাশে) রুপনগর আবাসিক, মিরপুর-২, ঢাকা ১২১৬.গুগল ম্যাপ লোকেশন:..সোশ্যাল মিডিয়া:.টেলিগ্রাম: https://t.me/quranictreatmentbd
মেসেঞ্জার:
http://m.me/QuranicTreatmentBd
ট্রেনিং গ্রুপ: https://www.facebook.com/groups/833450798461695/
পেশেন্টদের রিভিউ: https://www.facebook.com/groups/623845769646953/
রুকইয়াহ সাজেশন: https://www.facebook.com/groups/QuranicTreatmentBD/
.যারা কুরআন-হাদিস অনুযায়ী শরঈয়তসম্মত এই চিকিৎসা জানে না তাদের কাছে আমাদের লিংকগুলো শেয়ার করে পৌছে দিন।আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি কেউ উপকৃত হয়।