আপনাকে কি বার বার যাদু করা হয়?
.
যাদুকররা কোন ব্যক্তিকে যাদু করে এক বা একাধিক জ্বিনকে আপনার শরীরে পাঠিয়ে দেয়। আর সেই জ্বিন যাদুকরের নির্দেশে যাদু রিনিউ করতে থাকে। যাদুকর রুগীকে বার বার যাদু করে বিষয়টা এমন না। মূলত এক বা একাধিক জ্বিনকে চালান করা হয় আর জ্বিন যাদু রিনিউ করতে থাকে। স্বপ্নে খাওয়ায়,ভয়ংকর সব স্বপ্ন দেখায় , স্বপ্নে আক্রমণ করে
.
। এতে করে যাদু রিনিউ হয়। এছাড়াও জ্বিন শয়তান সব কাজে হাসাদের (হিংসার) গিট লাগায়,বদনজর দিতে থাকে শরীরে,কাজে,পড়াশোনাতে,ব্যবসায়। জীবনের প্রতিটা পদক্ষেপে হিংসা বদনজর দেয়। শয়তানের বদনজরে ব্যক্তি অসুস্থ হয়ে যায়। বিভিন্ন বাঁধার আসতে থাকে।
.
জ্বিন শয়তানের বদনজর,হিংসা, স্বপ্নে বিভিন্ন ভাবে আক্রমণের মধ্যমে যাদু রিনিউ ব্যক্তিকে বার বার যাদুগ্রস্ত করে এবং সব কাজে বাঁধা প্রাপ্ত হয়,অসুস্থ হয়,দাম্পত্য কলহ লেগে থাকে। যাদুকররা সাধারণ বার বার যাদু করে না,যাদুর কাজে নিয়োজিত জ্বিন ই মূলত যাদু রিনিউ করার মাধ্যমে ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করতে থাকে বছরের পর বছর। তবে এর ব্যতিক্রমও থাকতে পারে,কিছু কিছু যাদুকররা বার বার যাদু করতে পারে। তবে এমন হওয়াটা খুবই দূর্লভ। #Quranic_Treatment_BD
Show less