বাসায় যাদু আছে কি না বুঝার উপায়
August 13, 2024
শরীরে প্রচন্ড ব‍্যাথার সমস্যার জন্য হিজামা সর্বোওম!
August 14, 2024
বাসায় যাদু আছে কি না বুঝার উপায়
August 13, 2024
শরীরে প্রচন্ড ব‍্যাথার সমস্যার জন্য হিজামা সর্বোওম!
August 14, 2024

কারিন জ্বিন এবং যাদুর চালান জ্বিন কি এক?

কারিন জ্বিন এবং যাদুর চালান জ্বিন কি এক?
.
কারিন জ্বিন:প্রতিটি মানুষ পৃথিবীতে ভূমিষ্ট হওয়ার পর আল্লাহর হুকুমে একজন জ্বিন তার সঙ্গি হয়।আর সেই সঙ্গি জ্বিনকে কারিন জ্বিন বলা হয়। হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি (অবশিষ্ট) নেই; যার সঙ্গে তার সহচর (কারিন) জিন (শয়তান সহচর) নিযুক্ত করে দেওয়া হয়নি।
.
সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন- ‘হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনার সঙ্গেও কি? তিনি বললেন- আমার সঙ্গেও। তবে আল্লাহ তাআলা তার ব্যাপারে আমাকে সাহায্য করেছেন। ফলে সে ইসলাম গ্রহণ করেছে ( বা আমার অনুগত হয়ে গেছে)। ফলে সে আমাকে শুধু ভাল কাজেরই পরামর্শ দেয়।
.
অন্য এক হাদিসে সুফিয়ানের বর্ণনায় এসেছে- وقد وكِّل به قرينُه من الجنِّ وقرينُه من الملائكة ‘তোমাদের মধ্যে এমন কেউ নেই যার সঙ্গে তার সহচর জিন (শয়তান) এবং সহচর ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হয়নি।’ (মুসলিম) মানুষকে কুমন্ত্রণা দেওয়া কিংবা প্ররোচনা প্রদানকারী জিন শয়তান মানুষের সঙ্গে থাকার বিষয়টি কুরআনুল কারিমেও সুস্পষ্ট। আর কারিন জ্বিনের কাজ হচ্ছে সব সময় মানুষকে খারাপ কাজের ওয়াসওয়াসা দেওয়া।
.
চালান জ্বিন: চালান জ্বিন হলো যাদুকরের পালিত জ্বিন শয়তান। কোন ব্যক্তি হিংসা বা শত্রুতা বসত যাদুকরের কাছে গিয়ে যাদু করায়। আর যাদুকরের সেই চালান জ্বিন মানুষের শরীরে প্রবেশ করে। তা মানুষের জীবনে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ★চালান জ্বিন ধৈর্য্য ধরে রুকইয়াহ করলে চিরতরে শরীর থেকে বিদায় নেয়। ★তবে কারিন জ্বিন ব্যক্তির সাথে মৃত্যুর আগ পর্যন্ত সঙ্গি হয়ে থাকে। @Quranic Treatment BD

Show less