ঘরে ঘরে জ্বিন-যাদুর রুগী!
.
সময়ের সাথে সাথে জ্বিন এবং যাদুগ্রস্ত রুগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মানুষ হিংসা করে অথবা শত্রুতা করে যাদু করে যার ফলে ব্যক্তি জীবনের প্রতি পদে পদে বাঁধার সম্মূখীন হয়। শরীয়ত সম্মত জীবন-যাপন না করার কারণেও অনেক মানুষ জ্বীন দ্বারা আক্রান্ত হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ তা বুঝতে পারে না। এই বিষয়ে জ্ঞান না থাকার কারণে মানুষ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
.
মহামারীর মত অবস্থা জ্বীন ও যাদুগ্রস্তের রুগীর সংখ্যা। রুকইয়াহ করলে দেখা যাচ্ছে কোন না কোন সমস্যা বের হয়ে আসছে। তাই যাদের দীর্ঘ দিন ধরে রোগ সুস্থ হচ্ছে না, পরিক্ষা-নিরিক্ষার মাধমে কোন রোগ ধরা পড়ছে না। কোন না কোন অসুস্থতা লেগে আছে।
.
কোনভাবে বিপদ – আপদ কাটছে না তাদের উচিৎ ডায়াগনসিস রুকইয়াহ করে সমস্যা সম্পর্কে জেনে নেওয়া। সেই অনুযায়ী চিকিৎসা করা। আল্লাহর দেওয়া বিধান পরিপূর্ণ ভাবে মেনে জীবন-যাপন করা। আল্লাহ থেকে দূরে সরে গিয়ে আমাদের জীবন জটিল থেকে জটিল হয়ে উঠেছে। @Quranic Treatment Bd
Show less