বৃষ্টিতে ভিজলেই হুট করে জ্বর চলে আসা জ্বীন যাদু বা প্রচন্ড বদনজরে আক্রান্ত হওয়ার অন্যতম লক্ষণ।

পুতুল বা পুতুল এর মূর্তি ঘরে রাখা কি পাপ?এবং যে ঘরে ছোটদের পুতুল বা পুতুলের মূর্তি থাকে সে ঘরে কে নামাজ হবে কী!
October 23, 2024
দ্রুত চুল পরে যাচ্ছে!
October 23, 2024
পুতুল বা পুতুল এর মূর্তি ঘরে রাখা কি পাপ?এবং যে ঘরে ছোটদের পুতুল বা পুতুলের মূর্তি থাকে সে ঘরে কে নামাজ হবে কী!
October 23, 2024
দ্রুত চুল পরে যাচ্ছে!
October 23, 2024

বৃষ্টিতে ভিজলেই হুট করে জ্বর চলে আসা জ্বীন যাদু বা প্রচন্ড বদনজরে আক্রান্ত হওয়ার অন্যতম লক্ষণ।

বৃষ্টিতে ভিজলেই হুট করে জ্বর চলে আসা জ্বীন যাদু বা প্রচন্ড বদনজরে আক্রান্ত হওয়ার অন্যতম লক্ষণ।

একটু সবর করে রেগুলার ভিজলেই এই সমস্যা চলে যাবে ইনশা আল্লাহ।

🍀 কিভাবে বৃষ্টিতে ভিজবেন? ▪️শরীরে যেসকল অবসাদ, গরমভাব, চর্মরোগ অথবা কোনো সমস্যা আছে সেখানে সরাসরি বৃষ্টির পানির ফোঁটা পড়তে দিন।   ▪️পিঠ, বুক, চেহারা এসকল জায়গায় সরাসরি বৃষ্টির পানি পড়তে দিন। বিশেষত পিঠের দিকে গুরুত্ব দিন। ▪️ভিজতে খারাপ লাগলে বা কাঁপুনি লাগলে তৎক্ষনাৎ ভেজা বন্ধ করবেন না। বরং তখন শরীরের একই অংশে বৃষ্টির পানি পড়তে দিন।

আস্তে আস্তে সক্ষমতা বাড়ান। ▪️ভেজার পূর্বে সুস্থতার নিয়্যাত করে নিন। ভেজাকালীন পুরো সময়টি দু’আ করুন। কারণ, হাদিসে এসেছে– বৃষ্টির সময় কৃত দু’আ ফিরিয়ে দেওয়া হয় না।

▪️অত্যাধিক বজ্রপাত হলে বৃষ্টিতে ভেজা থেকে বিরত থাকুন। ▪️জ্বীন যাদুগ্রস্থ রোগীরা মনোযোগের সাথে স্থির হয়ে অন্তর দিয়ে বজ্রপাতের শব্দ শোনার চেষ্টা করুন এবং সে অবস্থায় সুস্থতা ও শয়তানকে ধংসের দু’আ করতে থাকুন। শয়তানকে শরীর থেকে বের করার দু’আ করতে থাকুন। কারণ, জ্বীন বজ্রপাত ও বজ্রের শব্দ প্রচন্ড ভয় পায়।