দ্রুত চুল পরে যাচ্ছে!
October 23, 2024
দ্রুত চুল পরে যাচ্ছে!
October 23, 2024

মাথা ব্যথায়ঃ

আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বি আল্লহু আনহ বর্ননা করেছেন, রসুলুল্লহ আলাইহি ওয়া সাল্লাম যখন ইহরাম অবস্থায়, তখন একগুঁয়ে মাথা ব্যাথার জন্য হিজামা ব্যবহার করেন। (বুখারীঃ ৫৭০১) সালমা রদ্বি আল্লহু আনহু বর্ননা করেছন, “যখন কেউ রসুলুল্লহ আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে মাথা ব্যথার কথা বলত, তিনি তাদের হিজামা লাগানোর কথা বলতেন”।

(সুনানে আবি দাউদঃ ৩৮৫৮) আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) বর্ননা করেছেন, রসুলুল্লহ আলাইহি ওয়া সাল্লাম তাঁর মাথায় সিঙ্গা লাগিয়েছিলেন। (বুখারীঃ ৫৬৯৯)

আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) বর্ননা করেছেন, রসুলুল্লহ আলাইহি ওয়া সাল্লাম তাঁর মাথায় সিঙ্গা লাগাতেন এবং ইহাকে বলতেন (মাথার উপরের স্থান) উম মুঘীত। (সহীহ আল-জামিঃ ৪৮০৪) কালো যাদু বা কুফুরী বিনষ্ট করার উদ্দেশ্যেঃ ইবনুল কাইয়্যূম (রহঃ) মন্তব্য করেন, রাসুলুল্লাহ রাসুলুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম যখন যাদু দ্বারা পীড়িত হন তখন তিনি মাথায় সিঙ্গা লাগান এবং এটাই সবচেয়ে উত্তম ঔষধ যদি সঠিকভাবে করা হয়।

(যাদ আল মাআদঃ ৪/১২৫-১২৬) বিষক্রিয়ার চিকিৎসায়ঃ আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বি আল্লহু আনহ বর্ননা করেছেন যে এক ঈহুদী মহিলা রাসুলুল্লাহ আলাইহি ওয়া সাল্লামকে বিষ যুক্ত গোস্ত খেতে দিয়েছিল, তাই তিনি তাকে সংবাদ পাঠিয়ে বললেন “কেন তুমি তা করলে?” মহিলাটি উত্তরে বলল, “যদি আপনি সত্যিই আল্লাহর বার্তা বাহক হন তবে আল্লাহ আপনাকে জানিয়ে দিবেন এবং আপনি যদি তাঁর বার্তা বাহক না হন তবে আমি মানুষকে আপনার থেকে নিরাপদ রাখতাম”!

যখন আল্লাহর রসুল সল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম এর যন্ত্রনা আনুভব করতে লাগলেন, তিনি হিজামা ব্যবহার করলেন। একদা ইহরাম আবস্থায় তিনি ভ্রমনে বের হলেন এবং ঐ বিষের যন্ত্রনা বোধ করলেন তখন তিনি হিজামা ব্যবহার করলেন। (আহমাদ ১/৩০৫, হাদিসটি হাসান পর্যায়ের।)