কখন একজন জ্বিন এবং যাদুতে আক্রান্ত ব্যক্তিকে সরাসরি রুকইয়াহ সেশন গ্রহণ করতে হয়
October 20, 2024💨সিহেরুল মাশমুম বা ঘ্রাণের মাধ্যমে যাদু
October 23, 2024রীরের মাংস লাফানোর কারণ ও প্রতিকার।
শরীরের বিভিন্ন অংশ লাফালাফির মূল কারণ শরীরে জ্বীন শয়তানের উপস্থিতি শরীরে জ্বিন শয়তানের বসবাসের কারণে মাংস কাঁপতে থাকে।
🔴 শরীরের মাংস পাঁচটা সময়ে কাপঁতে থাকে।
১৷ যখন কোন জ্বিনে আক্রান্ত ব্যাক্তি কোরআন তেলাওয়াত করে সময়,বা সলাত আদায় করার সময়। কিংবা রুকইয়াহ বিষয় নিয়ে বা রুকইয়াহ সাপ্লিমেন্ট নিয়ে আলোচনা করার সময়।
২। জ্বিন শয়তান শরীরের এক স্হান থেকে অন্য স্হানে চলাচল করে তখন শরীরে বিভিন্ন স্থানে মাংস কাঁপাকাপি করতে থাকে।
৩। কোন কারণ ছাড়া মাংস কাঁপাতে থাকে। ব্যক্তি কোন রকম কোরআন তেলাওয়াতও করছে না, সলাতও আদায় করছে না, রুকইয়াহ বিষয় নিয়ে আলোচনাও করছে না।
৪। জ্বিন শয়তান নিজেকে থেকে পেশেন্টকে জানান দেয় বা বুঝাতে চাই আমি তোমার শরীরে বসবাস করছি। আর তখনি শরীরের মাংসে কম্পন শুরু হয়।
৫। আবার অনেকের ক্ষেত্রে সারা শরীরের কম্পন না হয়ে, শুধু একটি নির্দিষ্ট অংশ কাপঁতে থাকে। কারণ সেই অংশে গিট থাকে, যা শয়তান লাগিয়ে থাকে।
🟢চিকিৎসা যার এমন সমস্যা তিনি ৫০ মি.গ্রা. জয়তু তেল নিবেন, ৫০ মি.গ্র. কালোজিরা তেল নিবেন এবং ৫/৬ মি.গ্র. খুব সুগন্ধি যুক্ত আতর মিশ্রিত করবেন। ১।সূরা ফাতিহা ৭ বার ২।আয়াতুল কুরসি ৭ বার ৩।সূরা ইখলাস ৭ বার ৪।সূরা ফালাক ৭ বার ৫।সূরা নাস ৭ বাবা ৬।সূরা ইয়াসিনের ৩৩ নং আয়াত যত বেশি বার পড়া সম্ভব পড়ে ফু দিবেন। ৭।সূরা ফুরকান ২৩ নং আয়াত আয়াত যত বেশি বার পড়া সম্ভব পড়ে ফু দিবেন।
🔳তবে সব মানুষের ক্ষেত্রে এমন হবে এটা সঠিক নয়। শারিরীক সমস্যার কারণে যাদুতে আক্রান্ত নয় এমন মানুষের এই সমস্যা হতে পারে। তাদের অবশ্যই চিকিৎসা গ্রহণ করতে হবে। তাছাড়া ভিটামিন ডি এর অভাবে শরীরের মাংসে কম্পন হয়।