রুকইয়াহ সেশন কিভাবে গ্রহণ করবেন!
.
একজন অভিজ্ঞ রাক্বির কাছে রুকইয়াহ শুরু করলে তিনি প্রথমে রুগীকে ডায়াগনোসিস রুকইয়াহ দিয়ে শুরু করবে। যাতে রুগীর আসলে কি সমস্যা সেটা নির্ণয় করা যায়। যেটির সময় হয় মিনিমাম ১ ঘন্টা। ডায়াগনোসিস রুকইয়াহ মাধ্যমে রুগীর রোগ নির্ণয় করে রাক্বি বিভিন্ন রুকইয়াহ অডিও ও আমল করার পরামর্শ দেন।
.
যদি ডায়াগনোসিস রুকইয়াহ মাধ্যমে রোগীর জ্বীনকে রিয়েক্ট করানো না যায়,তবে রাক্বি বিকল্প বৈধ পদ্ধতি অবলম্বন করবে। যেমন: তাদমির, এস্তেগফেরাগ, ইত্যাদি। তারপরের ধাপে রাক্বি সাজেস্ট করবেন এক সাপ্তাহ বা দশ দিন বা এক মাস পর একটি লং রুকইয়াহ সেশন নেওয়ার জন্য।
.
যেটার সময় হবে আড়াই থেকে তিন ঘন্টার। রুগী লাইভ রুকইয়াহ সেশনের পর রাক্বির তত্ত্বাবধানে থেকে সেলফ রুকইয়াহ করবেন বিশ দিন থেকে এক মাস পর্যন্ত। এরপর প্রয়োজনে পুনরায় লাইভ রুকইয়াহ সেশন গ্রহণ করবেন। এভাবে প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে রুকইয়াহ করে গেলে ইন শা আল্লাহ একজন যাদু বা জ্বিন গ্রস্ত রুগী সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। #Quranic_Treatment_BD
Show less