💠জ্বীন বা যাদুগ্রস্ত ব্যক্তি কিছু দিন রুকইয়াহ করার পর অনেক বেশি হতাশ হয়ে যান।মূলত শয়তান রুগীকে হতাশ করে দেয়। রুগীকে শয়তান হতাশ করে এজন্য যে যাতে করে রুগী রুকইয়াহ না করে, কারণ রুকইয়াহ করলে রুগী সুস্থ হয়ে যাবে। জ্বীন শয়তান কখনো চায় না রুগী কখনো সুস্থ হোক।যাতে করে সে রুগীর ক্ষতি করতে পারে,রুগীকে নিজের কন্ট্রোলে রাখতে পারে।আর জন্য রুগীকে নানা রকম ওয়াসওয়াসা দিয়ে থাকে।
.
সুতরাং যারা রুকইয়াহ শুরু করে তাদের উচিৎ হতাশাকে দূরে সরিয়ে রুকইয়াহ করে যাওয়া। কেননা শয়তান কখনো চায় না রুগী সুস্থ হোক। যাদুগ্রস্ত রোগীর উচিৎ কোন রাক্বি আন্ডারে থেকে চিকিৎসা গ্রহণ করা। এবং তার পরামর্শ অনুযায়ী সেলফ রুকইয়াহ করে যাওয়া। এতে করে আপনার মধ্যে যদি হতাশা আসে তাহলে আপনি রাক্বি বা রাক্বির টিমকে জানাতে পারবেন।
.
উনারা আপনাকে সঠিক পরামর্শ দিয়ে সহোযোগিতা করবে ইন শা আল্লাহ। চিকিৎসার জন্য সাপোর্ট অনেক জরুরি। আর যখনি একজন রুগীর সুযোগ হয় তিনি গিয়ে সরাসরি রুকইয়াহ সেশন গ্রহণ করবেন। অভিজ্ঞতার আলোকে পেশেন্টদের রিভিউ থেকে দেখা যাচ্ছে যে সাত-আট মাস সেলফ রুকইয়াহ করে যে ফলাফল পাওয়া যায়,এক ঘন্টার লাইভ রুকইয়াহ সেশন করে এর চেয়ে ভালো ফলাফল পাওয়ার যায়। #Quranic_Treatment _BD
Show less