স্বপ্নে খেতে দেখা অর্থই কি যাদু রিনিউ হাওয়া?

💨সিহেরুল মাশমুম বা ঘ্রাণের মাধ্যমে যাদু
October 23, 2024
স্লিপিং প্যারালাইসিস কি?
October 23, 2024
💨সিহেরুল মাশমুম বা ঘ্রাণের মাধ্যমে যাদু
October 23, 2024
স্লিপিং প্যারালাইসিস কি?
October 23, 2024

স্বপ্নে খেতে দেখা অর্থই কি যাদু রিনিউ হাওয়া?

স্বপ্নে খেতে দেখা অর্থই কি যাদু রিনিউ হাওয়া?

🔳বেশিরভাগ যাদুগ্রস্থ জিনগ্রস্ত মানুষের অভিযোগ স্বপ্নে খাওয়া নিয়ে। আর স্বপ্নে খাবার খাওয়া বন্ধ করার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করতে থাকেন। কিন্তু কোন চেষ্টায় বন্ধ করা সম্ভব হয় না। স্বপ্নে খাওয়া বন্ধ করার জন্য অনেকে কালিজিরা মুখে দিয়ে ঘুমায়, খেজুর খেয়ে নেয়, ঘুমের মাসনুন দোয়া পড়ে ঘুমায়। তারপরও স্বপ্নে খেতে দেখে। সব সময় স্বপ্নে খেতে দেখার অর্থ যাদু রিনিউ না। বিশেষ করে রুকইয়াহ শুরু করার পর থেকে এবং দোয়া করার পর থেকে অন্য অর্থও থাকে। চলুন তা জানি।

🔲স্বপ্নে খাবার খেতে দেখে সাধারণত তিনটা সময়ে। ১।বেশিরভাগ মানুষের অভিযোগ হচ্ছে ফজরের নামাজের পরে ঘুমালেই স্বপ্নে খেতে দেখে। ২।যখনি ঘুমাতে যাই তখনই খেতে দেখে। ৩।অনেকে রাতের বেলা ঘুমালে খেতে দেখে।

🔴স্বপ্নে খেতে দেখলেই যাদু রিনিউ হয় এ ধারণাটা ভুল। অনেক সময় স্বপ্নে খেতে দেখা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ।

💠কেননা যাদুগ্রস্থ ব্যক্তি ঘুমানোর আগে আল্লাহর কাছে অনেক বেশি দোয়া করে তার যাদু সম্পর্কে জানার জন্য। যাদু ধ্বংস হওয়ার জন্য দোয়া করতে থাকে বা যাদু কোথায় আছে সেই বিষয়ে জানার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে।

🔸আর সে ঘুমানোর সময় স্বপ্নের মধ্যে খেতে দেখে এর অর্থ হল তার জাদুটি পেটে রয়েছে। আর এইটা আল্লাহর পক্ষ হতে সুসংবাদ। অর্থাৎ তাকে তার যাদু কোথায় রয়েছে সেই সম্পর্কে জানিয়ে দেওয়া হলো স্বপ্নে খেতে দেখার মাধ্যমে। সুতরাং এই স্বপ্নের অর্থ যাদু রিনিউ হওয়া না।

💠দ্বিতীয়টি হচ্ছে আপনার শরীরে শয়তান বসবাস করছে। আপনি প্রতি মাসে হিজামা নিচ্ছেন, রুকইয়াহ লং সেশন করছেন। কিন্তু তারপরও শরীর থেকে তিন শয়তান বের হচ্ছে না। এবং পরবর্তীতে আপনি শয়তান থেকে মুক্তির জন্য অনেক দোয়া করছেন।

🔹আর এই দোয়ার ফলে আপনি স্বপ্নে খেতে দেখছেন। এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছে যে আপনার পেটে যাদুর গিট রয়েছে। আর এই যাদুর গিট পেট থেকে পরিষ্কার না করলে আপনার শরীর থেকে জিন শয়তান বের হবে না। এটাও আল্লাহর পক্ষ থেকে একটি সুসংবাদ। আপনার পেটে থাকা যাদুর কারণে জ্বীন শয়তান শক্তিশালী।

💠তৃতীয় সুসংবাদটি হচ্ছে আপনি নিয়মিত ইস্তিফরাগ (বমি) করছে, সোনা পাতার চা খাচ্ছে পেট পরিষ্কার করার যতগুলো পদ্ধতি আছে আপনি সবগুলো ব্যবহার করছে। ইস্তিফরাগ করতে করতে একটা সময় গিয়ে রোগী আর ইস্তিফরাগ করছে না স্বপ্নও দেখছে না, সোনা পাতা চা খাওয়াও বন্ধ করে দিয়েছে। ▫️কিন্তু কিছুদিন পর আবার স্বপ্নে খাবার খাওয়া দেখছে এর অর্থ এখনো রোগীর পেটে যাদুর গিট রয়ে গিয়েছে।

🔺সেগুলো বের করতে হবে না হয় রোগী সুস্থ হবে না এটাও আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ এজন্য যে রোগীর পেট এখনো পরিষ্কার হয়নি রোগীর এখনো ইস্তিফরাগ প্রয়োজন।