স্লিপিং প্যারালাইসিস কি?

স্বপ্নে খেতে দেখা অর্থই কি যাদু রিনিউ হাওয়া?
October 23, 2024
রুকইয়াহ অডিও শুনার সময় কেন ঘুম এসে যায়?
October 23, 2024
স্বপ্নে খেতে দেখা অর্থই কি যাদু রিনিউ হাওয়া?
October 23, 2024
রুকইয়াহ অডিও শুনার সময় কেন ঘুম এসে যায়?
October 23, 2024

স্লিপিং প্যারালাইসিস কি?

স্লিপিং প্যারালাইসিস কি

? অনেক ব্যক্তির সাথে ঘুমন্ত অবস্থায় একটা অপ্রীতিকর অস্বস্তিকর ঘটনা ঘটে থাকে। যেটার কারণে ব্যক্তি ভীষণভাবে ভয় পেয়ে যান কিংবা ভীষণ দুশ্চিন্তা করেন,এছাড়া অনেক কষ্ট অনুভব করেন ঘুমন্ত অবস্থায়।

মূলত ঘুমের মধ্যে দেখেন ভয়ংকর প্রাণী তাঁকে আক্রমণ করছে কিংবা তার বুকের উপর চেপে বসে আছে। কিংবা কোন একজন কুৎসিত ব্যক্তি, কখনো সাপ, কখনো বিড়াল, কখনো কুকুর আক্রমণ করছে স্বপ্নের মধ্যে। ব্যক্তির উপর কোন প্রাণী চেপে বসে থাকার কারণে তিনি চিৎকার করতে চাচ্ছেন কিন্তু তার মুখ দিয়ে কোন শব্দ বের হচ্ছে না।

বা কাউকে ডাকতে চাচ্ছে কিন্তু ডাকতে পারছে না এমন অবস্থায় ব্যক্তির মনে হয় তিনি কখনোই কথা বলতে পারতেন না। অনেক সময় যন্ত্রণা সহ্য করতে না পেরে হাত-পা ছোড়াছুড়ি করতে চাচ্ছেন কিন্তু সেটা করাও সম্ভব হচ্ছে না। এমন অবস্থায় ব্যক্তির মনে হয় তার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলো তার নিজের নিয়ন্ত্রণে নেই অন্য কেউ তা নিয়ন্ত্রণ করছে। ব্যক্তি বুক ভর্তি করে নিশ্বাস নিতে চাচ্ছে কিন্তু নিশ্বাস নেওয়া সম্ভব হয় না মনে হয় তার ফুসফুস কেউ চেপে ধরে আছে।

এমন অবস্থা একজন ব্যক্তির সাথে ১০ সেকেন্ড, ৩০ সেকেন্ড, ১ মিনিট সময় ধরে ঘটতে থাকতে পারে। এ সমস্যা কে স্লিপিং প্যারালাইসিস বা বোবায় ধরা বলা হয়। কোন ব্যক্তির ক্ষেত্রে স্লিপিং প্যারালাইস যদি সাপ্তাহে একবার মাসে দু তিনবার কিংবা সপ্তাহে দুই তিন বার হয়ে থাকে তাহলে সে ব্যক্তি জিন শয়তান দ্বারা আক্রান্ত।

আইন হাসেদের মাধ্যমে বা জাদুর মাধ্যমে বা আশিক জ্বিন হওয়ার কারণে ব্যক্তির শরীরে প্রবেশ বসবাস করে এবং ঘুমের মধ্যে বিভিন্ন সুরতে ব্যক্তিকে আক্রমণ করে। অভিজ্ঞতার আলোকে বলা যায় স্লিপিং প্যারালইসে আক্রান্ত ব্যক্তিদের শরীরে জিন বসবাস করে থাকে।

যতজন ব্যক্তিকে বোবায় ধরায় আক্রান্ত হয়েছে তাদেরকে রুকইয়াহ করায় তাদের প্রত্যেকের শরীরে জিন শয়তান এর উপস্থিতি পাওয়া গিয়েছে। তার জন্য কোন ব্যক্তি যদি এমন সমস্যায় বার বার আক্রান্ত হয়ে থাকে তাকে অবশ্যই অভিজ্ঞ রাক্বির মাধ্যমে রুকইয়াহ সেশন গ্রহণ করতে হবে।