★চুলপড়া সমস্যা রোধ করতে হিজামা :

🔹হাড়ক্ষয় রোধে হিজামা থেরাপি হাড়ের সুস্হার উপর একটি গবেষণা
August 18, 2024
স্বামী স্ত্রী মাজে বিচ্ছেদ
August 20, 2024
🔹হাড়ক্ষয় রোধে হিজামা থেরাপি হাড়ের সুস্হার উপর একটি গবেষণা
August 18, 2024
স্বামী স্ত্রী মাজে বিচ্ছেদ
August 20, 2024

★চুলপড়া সমস্যা রোধ করতে হিজামা :

★চুলপড়া সমস্যা রোধ করতে হিজামা :
.
১। হিজামা স্কাল্পের রক্ত ​​সঞ্চালন বৃদ্ধি করে চুলের গ্রন্থিগুলোকে সক্রিয় করে, যা চুল এবং চুলের কোষের জন্য ভাল খাবার সরবরাহ করতে সহায়ক।
.
২।ত্বকের তাপমাত্রা বৃদ্ধি ও লাল জোন গঠন করে ত্বকের মেটাবলিজম বৃদ্ধিতে সাহায্য করে।
.
৩। ঘাম এবং ঘাম গ্রন্থিগুলির কার্যকারীতা বৃদ্ধি করে। এবং হিজামা করার পর ত্বকের ছিদ্র খুলে যায়।
.
৪। হিজামার মাধ্যমে শুধুমাত্র ত্বক থেকে রক্ত ​​অপসারণ করা হয় না বরং ত্বকের পৃষ্ঠাদেশ থেকে ক্ষতিকারক পদার্থগুলি বের করে আনা হয়। ★হিজামা করে খুব দ্রুত উপকার পাওয়ার জন্য চুল একেবারে ফেলে দিয়ে হিজামা করতে হয়। মাতার চুল একেবারে ফেলতে না চাইলে, সেক্ষেত্রে চুল একেবারেই ছোট করে আসতে হবে।
.
★দেখা গিয়েছে যারা মাথায় হিজামা করে তাদের চুল পড়ার হার একেবারেই কম, এবং এটাও দেখা গেছে যাদের মাথার চুল অনেকখানি পড়ে গেছে তারা হিজামা নিলে মাথার চুল বেশ ইমপ্রুভ হয়।
.
‼️(বি: দ্র: আমাদের সেন্টারে অভিজ্ঞ থেরাপিস্ট দ্বারা হিজামা করা হয়।) 🟩মহিলাদের জন্য মহিলা থেরাপিসট ও পুরুষদের জন্য পুরুষ থেরাপিসট আছেন। 📌এ্যাপয়েন্টমেন্ট:01833 40 66 32 (সকাল ৮টা থেকে বিকেল ৩টার মধ্যে কল দিবেন) 📍চেম্বারের লোকেশনঃ শিয়ালবাড়ী, বিউবিটি ভার্সিটির সামনে, মিরপুর-২, ঢাকা।

Show less