২ টি সুন্নাহ সম্মত আমল যা আপনার দৈনন্দিন জীবনকে সহজ করবে ইন শা আল্লাহ

ঘর থেকে বের হওয়ার দো’আ পড়ার গুরুত্ব⚠️
November 15, 2023
🔹হাড়ক্ষয় রোধে হিজামা থেরাপি
June 24, 2024
ঘর থেকে বের হওয়ার দো’আ পড়ার গুরুত্ব⚠️
November 15, 2023
🔹হাড়ক্ষয় রোধে হিজামা থেরাপি
June 24, 2024

২ টি সুন্নাহ সম্মত আমল যা আপনার দৈনন্দিন জীবনকে সহজ করবে ইন শা আল্লাহ


সম্মানিত পাঠকবৃন্দ আজ আমরা রাসূল ছাল্লাল্লাহু আ’লাইহি ওয়া ছাল্লাম এর শিখানোর ২ টি আমল শেয়ার করবো। জ্বীন যাদুগ্রস্থ রোগীরা ২ টি কাজে বাধা পেয়ে থাকে এবং এই আমল গুলোর যে ফজিলত বলা হয়েছে সেই ২ টি বাধাপ্রাপ্ত কাজ সহজ হবে আমলগুলো করলে ইন শা আল্লাহ। আমল গুলো করতে সর্বোচ্চ ৫ মিনিট লাগবে।

আলী ইবন আ ফাতেমা রাদিয়াল্লাহু ‘আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাঁতার (শস্য পিষার যন্ত্র) কষ্টের কথা বললেন এবং তার পিতার নিকট একজন খাদেম চাইলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বললেন, আমি কি তোমাকে খাদেম অপেক্ষা উত্তম কিছু সম্পর্কে পথ দেখাবো? অতঃপর তিনি তাদের দুইজনকে এ যিকিরগুলোর দিক নির্দেশনা দিলেন: “যখন তারা দু’জন তাদের বিছানায় ঘুমাতে যাবে, তখন তারা ৩৩ বার ‘সুবহানাল্লাহ’, ৩৩ বার ‘আলহামদুলিল্লাহ’ এবং ৩৪ বার ‘আল্লাহ আকবার’ পাঠ করবে।” তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি তোমাদের জন্য খাদেশ অপেক্ষা অতি উত্তম। সুতরাং মানুষের জন্য সুন্নাত হলো, যখন সে ঘুমানোর জন্য বিছানায় যাবে, ৩৩ বার ‘সুবহানাল্লাহ’, ৩৩ বার ‘আলহামদুলিল্লাহ’ এবং ৩৪ বার ‘আল্লাহ আকবার’ পাঠ করবে। তাতে মোট একশ বার হবে। এ যিকিরগুলো একজন মানুষকে তার প্রয়োজন মেটানোর বিষয়ে সাহায্য করবে। যেমন সে যখন ঘুমাবে তখন আল্লাহর যিকিরের ওপরও ঘুমালো।

মু’আয রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর হাত ধরে বললেন, “হে মুআয! আল্লাহর শপথ! আমি অবশ্যই তোমাকে ভালবাসি।” অতঃপর তিনি বললেন, “হে মুআয! আমি তোমাকে অসিয়ত করছি যে, তুমি প্রত্যেক নামাযের শেষাংশে এ দো’আটি পড়া অবশ্যই ত্যাগ করবে না, ’আল্লা-হুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়াশুকরিকা অহুসনি ইবা-দাতিক।’

অর্থাৎ হে আল্লাহ! তুমি আমাকে তোমার যিকির (স্মরণ), শুকর (কৃতজ্ঞতা) এবং সুন্দর ইবাদত করতে সাহায্য দান কর।” (আবূ দাউদ, সহীহ সানাদ