
💠হিজামা করার সময় কী কী প্রস্তুতি নিতে হয়?
July 29, 2025
জ্বিন ও যাদুর আক্রমণের কারণ ও প্রতিকার
August 22, 2025এক পরিবারের সবাই যদি জ্বীন যাদুর সমস্যার সম্মুখীন হন তাহলে কিভাবে চিকিৎসা শুরু করা উচিত!
💠অনেক পরিবারে ছোট ছোট বিষয় নিয়ে অনেক ঝামেলা তৈরী হয়ে যায়। ঝগড়া, তর্ক নানা সমস্যা হয়। আর দেখা যায় এমন সমস্যা প্রায় হয়ে থাকে।
এমন টা হওয়ার কারণ হতে পারে পরিবারের সকলে জ্বিন – যাদু দ্বারা আক্রান্ত।
যদি কোন পরিবারে উপরে বর্ণিত সমস্যা সৃষ্টি হয় তাহলে রুকইয়াহ করা জরুরি।
পরিবারের সকলকে জ্বিন যাদু দ্বারা আক্রান্ত হলে, প্রথমে সবচেয়ে বেশি কোন সদস্যদের অবস্থা খারাপ সেটা চিহ্নিত করতে হবে।
সেই সদস্যকে আগে রুকইয়াহ চিকিৎসা গ্রহণ করতে হবে। একজনের সমস্যা কিছুটা কমে আসলে অন্য জনের চিকিৎসা শুরু করতে হবে।
কেননা সকল সদস্যকে এক সাথে রুকইয়াহ করতে গেলে যদি কয়েকজনের জ্বিন একসাথে প্রকাশ পায় তাহলে তাদেরকে এক সাথে চিকিৎসা দেওয়া কঠিন হয়ে যাবে।
এছাড়া একসাথে সকলের চিকিৎসার জন্য অনেক সময়ের প্রয়োজন হবে। অনেক অর্থ একসাথে খরচ করতে হবে।
তাই যে সদস্য বেশি আক্রান্ত তাঁকে আগে রুকইয়াহ চিকিৎসা শুরু করতে হবে।
এভাবে ধাপে ধাপে চিকিৎসা গ্রহণ করলে ইন শা আল্লাহ সম্পূর্ণ পরিবার জ্বিন যাদু থেকে সুস্থ জীবনের দিকে ফিরে আসবে।




