স্বামী – স্ত্রীর মধ্যে বিচ্ছেদের যাদুর প্রভাব।

আকুপাংকচার: প্রাচীন চিকিৎসা পদ্ধতি
July 29, 2025
💠হিজামা করার সময় কী কী প্রস্তুতি নিতে হয়?
July 29, 2025
আকুপাংকচার: প্রাচীন চিকিৎসা পদ্ধতি
July 29, 2025
💠হিজামা করার সময় কী কী প্রস্তুতি নিতে হয়?
July 29, 2025

স্বামী – স্ত্রীর মধ্যে বিচ্ছেদের যাদুর প্রভাব।

💢 বিচ্ছেদের যাদুতে আক্রান্ত হলে স্বামী- স্ত্রীর মধ্যকার সম্পর্ক দ্রুত অবনতি ঘটতে পারে।

স্বামী – স্ত্রীর মধ্যে বিচ্ছেদের শয়তানের সফলতার আরেক নাম। তার প্রমাণ কোরআনে বর্ণনা করা হয়েছে :

সুলায়মান আ: এর সময়কালে শয়তানদের কার্যক্রম বর্ণনায় আল্লাহ তায়ালা বলেন, তারা মানুষকে যাদুবিদ্যা শেখাত।

فَيَتَعَلَّمُونَ مِنْهُمَا مَا يُفَرِّقُونَ بِهِ بَيْنَ الْمَرْءِ وَزَوْجِهِ
অতঃপর তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত, যা দ্বারা স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে।

সুরা বাকারা – ১০২

স্বামী-স্ত্রীর মাঝে বিচ্ছেদ শয়তানদের প্রধান ইবলিসের অনেক বেশি প্রিয় কাজ

عَنْ جَابِرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ” إِنَّ إِبْلِيسَ يَضَعُ عَرْشَهُ عَلَى الْمَاءِ ثُمَّ يَبْعَثُ سَرَايَاهُ فَأَدْنَاهُمْ مِنْهُ مَنْزِلَةً أَعْظَمُهُمْ فِتْنَةً يَجِيءُ أَحَدُهُمْ فَيَقُولُ فَعَلْتُ كَذَا وَكَذَا فَيَقُولُ مَا صَنَعْتَ شَيْئًا قَالَ ثُمَّ يَجِيءُ أَحَدُهُمْ فَيَقُولُ مَا تَرَكْتُهُ حَتَّى فَرَّقْتُ بَيْنَهُ وَبَيْنَ امْرَأَتِهِ – قَالَ – فَيُدْنِيهِ مِنْهُ وَيَقُولُ نِعْمَ أَنْتَ “

জাবির রা. বর্ণনা করেন, রাসূল স. বলেছেন, নিশ্চয় ইবলিস পানির ওপর তার সিংহাসন বসায়, অতঃপর তার বাহিনীকে পাঠায় (মানুষকে বিপথগামী করার জন্য)।

তাদের মধ্যে তার কাছে সবচেয়ে নিকটবর্তী সে-ই হয় যে সবচেয়ে বড় ফিতনা তৈরি করতে পারে। তো, কেউ এসে জানায়, আমি ওটা করেছি, সেটা করেছি; ইবলিস বলে, এটা তেমন কিছু করো নি।

অতঃপর অন্য একজন এসে জানায়, আমি অমুককে ততক্ষণ পর্যন্ত ছাড়ি নি, যতক্ষণ না তার ও তার স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটিয়েছি। ইবলিস তাকে কাছে টেনে নিয়ে বলে, হ্যাঁ তুমি বেশ করেছ।”

(সহীহ মুসলিম: ২৮১৩)

১। সন্দেহ : একে অন্যকে অধিক সন্দেহ করা। যে কোন বিষয় নিয়ে সন্দেহ করে একে অন্যকে দোষারোপ করে।

২। ঘৃণা : ভালোবাসা ঘৃনায় পরিনত হয়। পোষাক -আষাক, কথাবার্তা, চলাফেরা সব বিষয়ে একে অন্যকে ঘৃণা।

স্বামী – স্ত্রী দূরত্ব বজায় রাখতে পছন্দ করে।

৩। সৌন্দর্য : স্ত্রী যত সুন্দরী হোকনা কেন স্বামীর চোখে সুন্দর লাগে না। স্বামী যত সুদর্শন হোক স্ত্রীর পছন্দ হয় না।

৪। কাজকর্ম : স্ত্রী যত ভালো রান্না করুক, বাসার কাজ গুলো ভালো ভাবে করুক স্বামীর পছন্দ হয় না দোষ খুঁজে।

স্বামী যত কষ্ট করে ইনকাম করুক না কেন সেটা স্ত্রীর কাছে মূল্যহীন।

৫। বসবাস : স্বামী বা স্ত্রী বাসায় মন টিকে না। বাসায় থাকলে মনে হয় দমবন্ধ হয়ে আসতেছে। বাসার বাইরে গেলে ভালো অনুভব হয়।

৬। কাজকর্ম : স্বামী বা স্ত্রী নিজের কাজকে সঠিক মনে করা, যদিও সেটা ভুল কাজ। আর কোন বিষয়ে ভুল স্বীকার করে ক্ষমা না চাওয়া।

৭। ঝগড়া : ছোট ছোট বিষয়ে তুমুল ঝগড়া এবং মতবিরোধ দেখা দেয়। যা সংসারের বিচ্ছেদের পর্যন্ত গিয়ে পৌঁছে।

সেন্টার : রোড ১৯, বাসা -৫৫ (২য় তলা), রুপনগর আবাসিক, মিরপুর ২, ঢাকা।

আমাদের সেবা সম্পর্কে বিস্তারিত :
https://www.facebook.com/share/p/1DyDpwJ4xN/?mibextid=Nif5oz

📲 রুকইয়াহ ও হিজামা সেশনের  সিরিয়ালের জন্য কল দিবেন (সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে)

+88 01763-951-371
+88 01833-406-632

মেসেঞ্জার:
📮  m.me/QuranicTreatmentBd

টেলিগ্রাম:
https://t.me/quranictreatmentbd

ওয়েবসাইট:
www.quranictreatmentbd.com

এপয়েন্টমেন্ট নেওয়ার নিয়মঃ
.
নূন্যতম ৩ দিন আগে কল দিয়ে সিরিয়াল বুক করতে হয়। তবে খালি থাকা সাপেক্ষে ইমার্জেন্সী সিরিয়াল তথা যেদিনের সিরিয়াল সেদিনও মোবাইলে যোগাযোগ করে দেওয়া যায়।
কল দিবেন সকাল ৮ টা থেকে রাত ৮ টার মধ্যে নিম্নোক্ত নম্বরে।
     .
📞 01763 951  371
📞  01833 406 632
    .
সেন্টারের লোকেশনঃ
.
  রোড ১৯, বাসা ৫৫ (২য় তলার বামপাশে) রুপনগর আবাসিক, মিরপুর-২, ঢাকা ১২১৬
.
 গুগল ম্যাপ লোকেশন:
.
.
সোশ্যাল মিডিয়া:
.
❇️ টেলিগ্রাম: https://t.me/quranictreatmentbd
❇️মেসেঞ্জার: 📮 http://m.me/QuranicTreatmentBd
❇️ ট্রেনিং গ্রুপ: https://www.facebook.com/groups/833450798461695/ 
❇️ পেশেন্টদের রিভিউ:  https://www.facebook.com/groups/623845769646953/
❇️  রুকইয়াহ সাজেশন: https://www.facebook.com/groups/QuranicTreatmentBD/
.
যারা কুরআন-হাদিস অনুযায়ী শরঈয়তসম্মত এই চিকিৎসা জানে না তাদের কাছে আমাদের লিংকগুলো শেয়ার করে পৌছে দিন।
আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি কেউ উপকৃত হয়।
0
Empty Cart Your Cart is Empty!

It looks like you haven't added any items to your cart yet.

Browse Products