আঈন-হাসাদ-সিহরের কারনে চুল পড়ার ক্বুরআনি চিকিৎসাঃ

বনজর সত্যি!
November 13, 2025
আসক্ত জ্বীন
November 16, 2025
বনজর সত্যি!
November 13, 2025
আসক্ত জ্বীন
November 16, 2025

আঈন-হাসাদ-সিহরের কারনে চুল পড়ার ক্বুরআনি চিকিৎসাঃ


সকল প্রশংসা মহান আল্লাহর জন্য যিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আ’লা নাবিয়্যিনা মুহাম্মাদ।

◼️ আঈন-হাসাদ-সিহরের কারনে চুল পড়ার ক্বুরআনি চিকিৎসাঃ

এটার জন্য ট্রিটমেন্ট হলোঃ ✅ আপনি ২ লিটার পানির বোতল নিবেন এবং তেলের বোতল নিবেন [কালোজিরা কিংবা অলিভ অয়েল] অথবা নারিকেল তেল। সেগুলো আপনি এই আয়াত গুলো ২১ বার পড়ে হালকা থুথু সহ ফুঁ দিবেন।
১. সূরা হাজ্জের ১৯ নং আয়াত
২. সূরা নাযিয়াতের ২ নং আয়াত
৩. সূরা আশ শুআরা ৮০ নং আয়াত
৪. সূরা তারিক্বের ১৫,১৬,১৭
৫. সূরা আল আ’রাফের ৫০ নং আয়াত
৬. সূরা ত্বা হা ৯৪ নং আয়াত
৭. সূরা আর রহমানের ৪১ নং আয়াত।
৮. সূরা ফালাক্ব এবং সূরা নাস

এই আয়াত গুলো যদি সম্ভব হয় ২১ বার বা ১১ বার পড়ে ফুঁ দিবেন পানিতে এবং তেলে। আর হলো সবসময় তেলের/পানির বোতলটা বিসমিল্লাহ বলে খুলবেন এবং বিসমিল্লাহ বলে লাগাবেন।

🍃যদি আপনার আশেপাশে বরই পাতা এবং মেহেদি পাতা থাকে তাহলে এক মুঠো বরই এবং মেহেদি পাতা একসাথে পিষে ঐ আয়াত গুলো পড়ে সেটাতে ফুঁ দিবেন তারপর মাথায় আধা ঘন্টা লাগিয়ে রাখবেন। ইনশা আল্লাহ আপনার এই সমস্যাটি চলে যাবে।

আর অবশ্যই আপনি বাকি আমল গুলো চলমান রাখবেন সকাল বিকেল রাতের ঘুমানোর আগের আমল গুলো। আর মহান আল্লাহর কাছে দোয়া করবেন “হে আল্লাহ যে কারনে আমার মাথার চুলের পড়ে যাচ্ছে সেই আঈন হাসাদ সিহরের অনিষ্টতা থেকে আপনার কাছে আশ্রয় এবং শিফা চাই।”

✅ রুক্বইয়া হিজামা বিষয়ে কিছু জানতে বা এপয়েনেটমেন্ট নিতে চাইলে যোগাযোগ করতে পারেন
📱01763-951-371 WhatsApp
📱 01833-406-632

সকল প্রশংসা মহান আল্লাহর জন্য, একমাত্র তিনি ছাড়া কোনো ইবাদাত পাওয়ার যোগ্য কেউই বা কোনো কিছুই নেই।

0
Empty Cart Your Cart is Empty!

It looks like you haven't added any items to your cart yet.

Browse Products