
রুকইয়াহ পেশেন্টদের হিজামা করার উপকারীতা
June 24, 2024
হিজামা করতে কোনো ভয় নেই!
June 24, 2024
Urinary TRACT Infection (UTI) প্রতিরোধে হিজামা
ইউরিন ইনফেকশন হলো জীবাণু দ্বারা মূত্রতন্ত্রের কোন অংশে সংক্রমণ।
এই ইনফেকশন কিডনী থেকে শুরু করে মূত্রনালী পর্যন্ত যে কোন স্থানে হতে পারে।
তীব্র গরমে ইউটিআই-তে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। গরমে ঘামের মাধ্যমে দেহের অনেকটা পানি বেরিয়ে যায়যার ফলে প্রস্রাব পর্যাপ্ত পরিমাণে হয় না। এই কারণে ইনফেকশনের আশঙ্কা বৃদ্ধি পায়।
কিছু লক্ষন: ইউরিনেশন এর সময় ব্যথা এবং জ্বালাপোড়া করে। ঘন ঘন ইউরিনের চাপ থাকে।তলপেটে বা পিঠের নিচের অংশে ব্যথা অনুভব হয় এবং শরীরে জ্বর থাকে
হিজামা কিডনীর পাথর, ইউরিন ধরে রাখা মত বিভিন্ন ইউরিন সমস্যার চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে। কিডনী থেকে মূত্র নালীর স্বাভাবিক কাজ গুলোতে ভারসাম্য বজায় রাখে সহায়তা করে।
প্যারানরমাল পেশেন্টের অনেক সময় কোন কারন ছাড়াই বার বার ইউটিআই সমস্যায় দেখা দেয় তারা রুকইয়াহ এর পাশাপাশি হিজামা করে উপকৃত হতে পারেন ইনশাআল্লাহ।
এপয়েন্টমেন্ট নেওয়ার নিয়মঃ.নূন্যতম ৩ দিন আগে কল দিয়ে সিরিয়াল বুক করতে হয়। তবে খালি থাকা সাপেক্ষে ইমার্জেন্সী সিরিয়াল তথা যেদিনের সিরিয়াল সেদিনও মোবাইলে যোগাযোগ করে দেওয়া যায়।কল দিবেন সকাল ৮ টা থেকে রাত ৮ টার মধ্যে নিম্নোক্ত নম্বরে।.01763 951 371
01833 406 632
.সেন্টারের লোকেশনঃ.রোড ১৯, বাসা ৫৫ (২য় তলার বামপাশে) রুপনগর আবাসিক, মিরপুর-২, ঢাকা ১২১৬.গুগল ম্যাপ লোকেশন:..সোশ্যাল মিডিয়া:.টেলিগ্রাম: https://t.me/quranictreatmentbd
মেসেঞ্জার:
http://m.me/QuranicTreatmentBd
ট্রেনিং গ্রুপ: https://www.facebook.com/groups/833450798461695/
পেশেন্টদের রিভিউ: https://www.facebook.com/groups/623845769646953/
রুকইয়াহ সাজেশন: https://www.facebook.com/groups/QuranicTreatmentBD/
.যারা কুরআন-হাদিস অনুযায়ী শরঈয়তসম্মত এই চিকিৎসা জানে না তাদের কাছে আমাদের লিংকগুলো শেয়ার করে পৌছে দিন।আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি কেউ উপকৃত হয়।