বদনজরে কিভাবে লাগে সেটার পারফেক্ট একটা উদাহরণ নিচের ছবিতে দেওয়া কমেন্টিতে রয়েছে। রাসূল ছাল্লাল্লাহু আ’লাইহি ওয়া ছাল্লাম বলেছেন বদ নজর মানুষকে কবর পর্যন্ত পৌছে দেয় এবং উটকে পাতিলে। অর্থ্যাৎ বদনজরের প্রভাবে একজন মানুষের এতোটা ক্ষতি হতে পারে যে তার মৃত্যু পর্যন্ত হতে পারে এবং উট কিংবা যেকোনো প্রাণীর উপরও বদনজরের কারনে সে মারা যেতে পারে।
.
🪷নবজাতক কিংবা বাচ্চা শিশু তাদেরকে প্রত্যেক দিন বদনজর থেকে বাঁচার দো’আ পড়ে ফুঁ দেওয়া উচিত। এতে করে অনেক ধরনের অনিষ্ঠতা থেকে আল্লাহর রহমতে নিরাপদ থাকবে। 🌸 যখনই আমরা কোনো যেকোনো বয়সী মানুষের কোনো সুন্দর চমৎকার কোনো দিক দেখি তখন দেখামাএই বরকতের দো’আ করা উচিত। শুধু মা শা আল্লাহ বললেই হবে না। বারাকাল্লাহ/আল্লাহুম্মা বারিক অর্থ্যাৎ আল্লাহ তোমাকে আরো বরকত দিন এই কথা গুলো আরবী হোক বা বাংলায় হোক এভাবে বলতে হবে।
.
এই অভ্যাসটা টুটস্ত করতে হবে অর্থ্যাৎ কথাটা সর্বদা যেন বলা হয়। 🌺 প্রত্যেক মা বাবার উচিত তাদের সন্তানদের কোনো বিষয়ে কারো ভালো লাগলে/মুগ্ধ হলে/প্রশংসা করলে যদি তারা বরকতের দো’আ না করে অজ্ঞতাবশত; তখন নিজ দায়িত্বে তৎক্ষণাৎ নিজেই তাদেরকে শুনিয়ে বরকতের দো’আ গুলো করা যাতে অন্তত তারা বিষয়টির গুরুত্ব বুঝতে/উপলব্দি/অনুভব/চিন্তা/বাস্তবায়ন করতে সক্ষম হয়। 🔹 রাসূল ছাল্লাল্লাহু আ’লাইহি ওয়া ছাল্লাম বদনজর থেকে বাচাঁর জন্য দো’আ জানিয়েছেন যা তিনি হাসান (রাঃ) এবং হোসাইন (রাঃ) পড়তেন এবং এই দো’আ ইব্রাহীম (আঃ) পড়তেন উনার ছেলে ইসমাইল (আঃ) এবং ইসহাক (আঃ) এর বদনজর বা যেকোনো ধরনের অনিষ্ঠতা থেকে বাঁচার জন্য।
.
দো’আটি নিচে দেওয়া হলোঃ ❇️ أُعِيذُكُمَا بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لامَّةٍ উচ্চারণ : উইজুকুমা বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। অর্থ : আমি তোমাদের উভয়কে আল্লাহর কালামের আশ্রয়ে রাখতে চাই সবধরনের শয়তান হতে, কষ্টদায়ক বস্তু হতে এবং সব ধরনের বদ নজর হতে
.
⚠️ বিঃদ্রঃ যদি একজন ছেলের জন্য পড়েন তাহলে উইজুকুমা এর বদলে বলবেন উইজুকা…. • যদি একজন মেয়ের জন্য পড়েন তাহলে উইজুকুমা এর বদলে বলবেন উইজুকি…. • যদি একাধিক ছেলে কিংবা মেয়ে বা ছেলে মেয়ে উভয়ের জন্য পড়েন তাহলে বলবেন উইজুকুমা…. 🌹 শুধু দোয়াটির আরবীটা মুখস্ত নয় বাংলা অর্থটাও মুখস্ত করে নিবেন ইন শা আল্লাহ।
Show less