বাচ্চাদের জন্য সহজ রুকইয়াহ ও নিরাপত্তা!

স্বপ্নদোষ বন্ধ করার উপায়???
March 16, 2022
রুকইয়াহ কি ও কেন?
March 16, 2022
স্বপ্নদোষ বন্ধ করার উপায়???
March 16, 2022
রুকইয়াহ কি ও কেন?
March 16, 2022

বাচ্চাদের জন্য সহজ রুকইয়াহ ও নিরাপত্তা!

০১.মাগরিবের সময় বাচ্চাদের নিয়ে বের হবেন না।
০২.বাচ্চাদের রুমে(পুরো বাসাতেই) কোন প্রকাশমাণ প্রাণীর ছবি ও পুতুল রাখবেন না।
০৩.ফজর ও মাগরিবের পর আয়াতুল কুরসি ১ বার,ইখলাস,ফালাক ও নাস ৩ বার করে পড়ে ফুঁ দিবেন।
০৪.রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি,ইখলাস,ফালাক ও নাস ১বার করে পড়ে হাতে ফুঁ দিয়ে শরীর মুছে দিবেন ৩বার।
০৫.মাগরিবের ২০মিনিট পুর্বে দরজা ও জানালা বিসমিল্লাহ বলে বন্ধ করে দিবেন এবং মাগরিবের ১৫/২০ মিনিট পর খুলে দিতে পারবেন যদি প্রয়োজন হয়।খোলার সময় বিসমিল্লাহ বলে খুলবেন।
০৬.মানুষ ও জ্বীনের বদনজর থেকে হিফাযত ও শিফার নিয়তে, দরুদে ইব্রাহিম (১বার),সুরা ফাতিহা,আয়াতুল কুরসি,ইখলাস,ফালাক ও নাস (প্রতিটি ৭বার করে পড়বেন),দুরুদে ইব্রাহিম (১বার) পড়ে ডান কানে হালকা করে ফুঁ দিয়ে দিবেন এবং সমস্ত শরীরে ফুঁ দিয়ে দিবেন।
০৭.পানি(উপরে উল্লেখিত সুরা ও আয়াত পড়ে পানি তৈরি করবেন) অল্প করে পান করাবেন এবং অল্প পনি দিয়ে মাথা,আইভ্রু,হাত ও‌ পায়ের তালুতে মাসেহ করে দিবেন(দিনে কমপক্ষে ৩বার)।
০৮.এই দুআটি সকাল সন্ধ্যা ১/৩/৫/৭ বা এর বেশি বেজোড় সংখ্যকবার পড়ে ফুঁ দিবেন:
أعُوذُ بِكَلِماَتِ اللهِ التاَّمَّةِ مِنْ كُلِّ شَيْطاَنٍ وَهاَمَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ
(আরবি উচ্চারন দেখে দু’আটি পড়ার চেষ্টা করবেন আগে ইনশাআল্লাহ)
আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শায়ত্বানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লিআম্মাতিন।
অর্থ :আল্লাহর পরিপূর্ণ কালামসমূহের মাধ্যমে শয়তানের সব আক্রমণ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। বিষধর প্রাণীর ও বদনজরকারীর অনিষ্টতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি।বুখারি