রুকইয়াহ অডিও শুনার সময় কেন ঘুম এসে যায়?

স্লিপিং প্যারালাইসিস কি?
October 23, 2024
হিজামাতে যে সকল সমস্যায় উপকার হয়:
October 23, 2024
স্লিপিং প্যারালাইসিস কি?
October 23, 2024
হিজামাতে যে সকল সমস্যায় উপকার হয়:
October 23, 2024

রুকইয়াহ অডিও শুনার সময় কেন ঘুম এসে যায়?

রুকইয়াহ অডিও শুনার সময় কেন ঘুম এসে যায়?

অনেকে আছেন যারা রুকইয়াহ অডিও শুনা শুরু করলে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যান। যখনি অডিও শেষ হয় তখন জেগে উঠেন। এমনটা হওয়ার মূল কারণ হলো আপনার শরীরে থাকা জ্বিন শয়তান রুকইয়াহ অডিও শুনার কারণে ভীষণ কষ্ট পায়। প্রচন্ড আজাব জ্বিন শয়তান পেতে থাকে। আর সে নিজেকে এই আজাব থেকে রক্ষা করার জন্য রুগীকে ঘুম পাড়িয়ে দেয়। দ্বিতীয়ত রুগীকে রুকইয়াহ চিকিৎসা থেকে দূরে রাখার জন্য এই কৌশল অবলম্বন করতে থাকতেন।

আর রুগীর মাথায় ওয়াসওয়াসা দেয়। যখনি রুগীর ঘুম ভাঙ্গে তখন রুগীকে ওয়াসওয়াসা দেয় এই সব রুকইয়াহ শুনে কোন লাভ নেই। আসলে তুমি যে আইন, হাসাদের অডিও শুনছো, যাদু ধ্বংসের অডিও শুনছো, আমাদের জ্বালানোর জন্য অডিও শুনছো এগুলো বিন্দু মাত্র কাজের না।

তুমি শুধু সময় অপচয় অপচয় করছো। এগুলোর মাধ্যমে না কোন যাদু নষ্ট হচ্ছে, না জ্বিনদের কোন ক্ষতি হচ্ছে। তাছাড়া পুরোটা সময় তো তুমি কোন কিছু অনুভব করতে পার না। সুতরাং এই রুকইয়াহ অডিও শুনা তুমি বন্ধ করে দাও। আর এভাবে জ্বিন শয়তান রুগীকে চিকিৎসা থেকে দূরে রাখে।

সমাধান : প্রথমত… অডিও শুনার মধ্যে পরিবর্তন: রুকইয়াহ পানি দিয়ে অজু করে নিবেন। রুকইয়াহ পানি কে কুসুম গরম করে সেটা দিয়ে অজু করে নিবেন গরমের দিনে। তারপর রুকইয়াহ অডিও শুনবেন। শীতের সময় রুকইয়াহ পানিকে একেবারে ঠান্ডা করে তা দিয়ে অজু করে নিবেন।

দ্বিতীয়ত…. রুকইয়াহ অডিও বসে শুনতে হবে শরীর ছেড়ে দিয়ে, শুয়ে শুয়ে শুনা যাবে না। এবং আপনার মধ্যে অনুভূতি নিয়ে আসবেন আপনি কোন রুকইয়াহ সেন্টারে বসে আছেন। আর একজন রাক্বি আপনাকে সরাসরি রুকইয়াহ করেছেন। তৃতীয়ত…. রুকইয়াহ সময় যে অনুভূতি গুলো হয় সেগুলোকে বের করে দেওয়া।

যেমন: আপনার রুকইয়াহ অডিও শুনলে চিৎকার আসে, আপনি সেই চিৎকারটা দমিয়ে না রেখে চিৎকার দিবেন। আপনার কান্না আসলে আপনি কান্না করবেন। হাসতে ইচ্ছে করলে হাসবেন। হাত- পা নাড়তে মন চাইলে হাত-পা নাড়বেন। রুকইয়াহ করার সময় ভিতর থেকে যা করতে ইচ্ছে হয় তা করবেন।

জোর করে দমিয়ে রাখবেন না।

টিপস :

১। রুকইয়াহ শুনার আগে ২ লিটার রুকইয়াহ পানি নিবেন।২ টা লেবুর রস দিবেন পানিতে, খুব অল্প লবন দিবেন, এবং মধু দিবেন রুকইয়াহ পানি তে। চিনি দেওয়া যাবে না।

২। যখন রুকইয়াহ অডিও শুনে ঘুমিয়ে যাবেন,ঘুম থেকে জেগে উঠার পর আবার ওজু করে অডিও শুনুন ইন শা আল্লাহ আর ঘুম আসবে না।

৩। রাতে ঘুমানোর সময় নিয়ত করে যে কোন সূরা বাকারার তেলাওয়াতের অডিও কানে ইয়ার ফোন দিয়ে শুনবেন এই জন্য যে রুকইয়াহ সময় ঘুম আসার কারণে শরীরে জ্বিন শয়তানের লাগানো আইন, হাদাস এবং উকাদ গুলো যেন নষ্ট হয়ে যায়।