
রুকইয়াহর প্রয়োজনে আবরনের উপর মহিলা রোগীদেরকে স্পর্শ করা নিঃশর্ত কি হারাম? আলিমদের ফাতওয়া কি বলে?
December 8, 2022
সত্য একটি শিক্ষনীয় ঘটনা!
January 2, 2023রোগীর প্রতি আসক্ত জীন শয়তান যেটা আশিক খবিস জীন নামেও পরিচিত..সেই শয়তান রোগীর প্রতি ভালো লাগার কারনে যেতে চায় না এবং কুকর্ম করার প্লান করে রোগীকে দিয়ে বড় ধরনের গোনাহ করানোর মাধ্যমে সে স্বাদ নিতে চায়..এজন্য এইসকল রোগীরা সূরা ইউসুফ এবং সূরা নূর এই দুটি সূরা বেশি করে শুনবেন এবং এর বাংলা অর্থ সহ তাফসির পড়বেন..মনে মনে নিয়ত করবেন এইগুলো করার মাধ্যমে আপনার প্রতি তার ভালো লাগা গুলো যেন নষ্ট হয়ে যায়..সূরা ইউসুফে এরকম অবৈধ ভাবে ভালো লাগার কাহিনী আছে তারপর কু চক্রান্ত হিংসার ঘটনা আছে এবং সূরা নূরে জিনা ব্যাভিচারের বড় বড় শাস্তির কথা উল্লেখ আছে সেই সাথে পর্দা করা চোখ হেফাযত করা অনেক কিছুই আছে..এগুলো শয়তানের কানে যতো যাবে এবং আপনি নিজে যখন আয়াত গুলো পড়বেন বা বাংলা অর্থ পড়বেন ইন শা আল্লাহ তার গিট নষ্ট হওয়া শুরু হবে।
এভাবে করে ইন শা আল্লাহ তার আসক্ত হওয়ার গিট নষ্ট হতে থাকবে..এই আইডিটা আসলে নেওয়া হয়েছে আসক্ত খবিশ জীনের রোগীকে অনেক সময় এই দুই সূরা দ্বারা রুকইয়া করা হয় সেখান থেকেই..এটি মূলত আসক্ত জীনের রোগীরাই করবেন..যারা দীর্ঘদিন থেকে যাদুতে আক্রান্ত তারাও করতে পারেন কারন অনেক সময় শরীরে অনেকদিন থাকার পর জীন আসক্ত হয়ে যায় তাই যাদুগ্রস্থ রোগীরা সপ্তাহে একদিন এটা করতে পারেন। আপনার সাথে থাকা জীন আসক্ত হয়েছে কিনা এটা বুঝার বড় উপায় হলো রাতের বেলা বা দিনের বেলাও বিছানায় শোয়া অবস্থায় খারাপ কিছু করার চেষ্টা করে..অশ্লীল স্বপ্ন দেখায়..ইত্যাদি। আমাদের ওয়েবসাইটে লক্ষ্যণ দেওয়া আছে মিলিয়ে নিতে পারেন।











