
রিজিকে বাধা!
August 18, 2024
এলার্জি ও একজিমার সমস্যার জন্য হিজামা
August 18, 2024ঘুমের ব্যঘাতের সমস্যা দূর করতে হিজামা:
.
ঘুম মানব দেহের অত্যাবশ্যকীয় একটি প্রক্রিয়া।পর্যাপ্ত পরিমাণ ঘুমের অভাবে মানব দেহে জটিল সব রোগ বাসা বাঁধতে পারে। ঘুমের অভাবে মানব শরীরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ,মোটা হয়ে যাওয়া ,হার্ট অ্যাটাক ও স্ট্রোক,স্নায়ুজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা তৈরি হয়। তাছাড়া প্যানিক, ফোবিয়া,ফ্যানটম পেইন (অকারণ অস্বস্তি),PCOD,PCOS এর মত নানা জটিল রোগ সৃষ্টি হয়।
.
যার ফলে বিষণ্ণতা এবং উদ্বিগ্নতা বেড়ে যায়। আর এত রকম সমস্যা থেকে বেঁচে থাকতে ভালো ঘুমের বিকল্প অন্য কিছু নেই।হিজামা মাথার কোষে জমে থাকা জীবাণু বের করে দিয়ে কোষকে শীতন করে। এতে করে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়,এবং কোষে ভালো ভাবে অক্সিজেন সরবরাহ হয়।যার ফলে ঘুমের সমস্যা দূর হয় সহজে। হিজামা চিকিৎসা গ্রহণ করুন জটিল রোগ থেকে বেঁচে থাকুন।
.

এপয়েন্টমেন্ট নেওয়ার নিয়মঃ
.
নূন্যতম ৩ দিন আগে কল দিয়ে সিরিয়াল বুক করতে হয়। তবে খালি থাকা সাপেক্ষে ইমার্জেন্সী সিরিয়াল তথা যেদিনের সিরিয়াল সেদিনও মোবাইলে যোগাযোগ করে দেওয়া যায়।
কল দিবেন সকাল ৮ টা থেকে রাত ৮ টার মধ্যে নিম্নোক্ত নম্বরে।
.
.

সেন্টারের লোকেশনঃ
.
রোড ১৯, বাসা ৫৫ (২য় তলার বামপাশে) রুপনগর আবাসিক, মিরপুর-২, ঢাকা ১২১৬
.
গুগল ম্যাপ লোকেশন:
.

.
সোশ্যাল মিডিয়া:
.
.
যারা কুরআন-হাদিস অনুযায়ী শরঈয়তসম্মত এই চিকিৎসা জানে না তাদের কাছে আমাদের লিংকগুলো শেয়ার করে পৌছে দিন।
আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি কেউ উপকৃত হয়।




