চুল পড়া বন্ধে হিজামার ব্যাবহার ও অন্যান্য উপকারিতা!

হিজমার সংক্ষিপ্ত ইতিহাস
November 16, 2021
প্রাথমিক পর্যায়ে অনুসরনীয় সেল্ফ রুকইয়াহ সাজেশন!
November 16, 2021
হিজমার সংক্ষিপ্ত ইতিহাস
November 16, 2021
প্রাথমিক পর্যায়ে অনুসরনীয় সেল্ফ রুকইয়াহ সাজেশন!
November 16, 2021

চুল পড়া বন্ধে হিজামার ব্যাবহার ও অন্যান্য উপকারিতা!

চুল পড়া বন্ধে হিজামার ব্যাবহার ও অন্যান্য উপকারিতা!

আমাদের মধ্যে অনেকেই আছে যাদের চুল পাড়ার সমস্য আছে এবং আমরা চুল পড়া বন্ধ করার উপায় জানতে চাই।
এই ক্ষেত্রে আমাদের দেখা যায় আমরা নানান ধরনের কেমিক্যাল কসমেটিকস প্রডাক্ট ব্যবহার করে থাকি।
কিন্তু আপনি কি জানেন আপনি চাইলে আপনার খুবই প্রাকৃতিক উপায়ে এই সমস্যার সমাধান করতে পারেন।

তাহলে কি সেই প্রক্রিয়া ! হিজামার উপকারিতা

এই প্রক্রিয়াটি এমন একটি প্রক্রিয়া যে, এর মাধ্যমে যে শুধু আপনার চুল পড়া বন্ধ হবে তা নাহ এর পাশাপাশি আপনি অনেক ভাবে উপক্রিত হয়ে থাকবেন।
আপনি কি জানতে চাচ্ছেন, এটি কিভাবে আপনার শরীরের উপকার করে থাকে ?

ওকে আসুন তাহলে জানিঃ

1) Cupping (হিজামা) করলে আপনার চামড়াতে রক্ত ​​সঞ্চালন বৃদ্ধি করতে সাহায্য করে এবং চুলের গ্রন্থিগুলিকে সক্রিয় করে, যার ফলে আপনার চুল এবং শিকড়গুলির জন্য ভাল খাবার সরবরাহ করে।

( বর্তমানে দেখা গিয়েছে যারা মাথায় হিজামা বা Cupping therapy করান তাদের চুল পড়ার হার একেবারেই নগন্য, এবং এটাও দেখা গেছে যাদের মাথার চুল অনেকখানি পড়ে গেছে তারা হিজামা নিলে মাথার চুল বেশ ইমপ্রুভ হয়।

২) Cupping Therapy নিলে আপনার ত্বকের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং Red Zone গঠন করা হয় যা ত্বকের মেটাবলিজমকে বৃদ্ধি করে এবং রক্তের কোষের উপকারে পৌঁছাতে নির্দেশ করে।

3) এটি ব্যবহারে আপনার ঘাম এবং ঘাম গ্রন্থিগুলির ক্রিয়াকলাপ বাড়ে এবং হিজামার পরে ত্বকের ছিদ্র খুলে যাবে।

4) হিজামা দ্বারা ত্বক থেকে শুধু রক্ত ​​অপসারণ করে না বরং এটি ত্বকের পৃষ্ঠাধীনর ক্ষতিকারক পদার্থগুলিকে বেড় করে ফেলা হয়।

5) রোগ প্রতিরোধে ত্বকের বিশেষ ভূমিকা রয়েছে, হিজামা দ্বারা রক্ত সঞ্চালন বৃদ্ধির মাধ্যমে ত্বকের সে ক্ষমতা আরো বৃদ্ধি পায়,যার ফলে ত্বক শক্তিশালী ভাবে অনেক জীবাণুকে প্রতিরোধ করে থাকে।

চুলের জন্য হিজামা নিতে চাইলে আপনি যদি ভাল ফলাফল পেতে চান তাহলে চুল একেবারেই ফেলে দিয়ে হিজামা করুন, এতে আপনি খুব দ্রুত উপকার পাবেন।

অনেকেই আছেন যারা চুল ফালাতে চান না, সেক্ষেত্রে Buzz Cut দিয়ে বা মেশিনে দিয়ে চুলগুলো একেবারে ছোট ছোট করে নিতে পারেন।

মহিলাদের ক্ষেত্রে যাহেতু চুল কাটা হয় না সেক্ষেত্রে বিকল্প কিছু পয়েন্টে হিজামা করাতে পারেন।

 

এতোক্ষুন তো জানলাম কিভাবে উপকার করে, তাহলে আসুন এবার জানি কি কি উপকার করেঃ হিজামার উপকারিতা

(১)ঘাড় ব্যথা, হাটু ব্যথা, কোমর ব্যথা এবং আপনার শরীরের জয়েন্টগুলোতে ব্যাথা দূর করতে সাহায্য করে;

(২) মাথা ব্যথার ক্ষেত্রে বিশেষ উপকারী এটি;

(৩) আপনার শরীর থেকে বিভিন্ন ক্ষতিকর বিষাক্ত পদার্থ/Toxin বের করে নিয়ে আসে যার ফলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়;

(৪) কাপিং ব্যবহারে শরীরের ব্যথা বা জ্বালাপোড়া হৃাস করে;

(৫) আপনার ত্বককে আগের চেয়ে ন্যাচারাল ভাবে পরিষ্কার করে তুলবে;

(৬) রক্ত সঞ্চালনকে বৃদ্ধি করবে;

(৭) যাদের ঘুমের সমস্যা আছে তাদের জন্য এটি খুবই কার্যকরী, হিজামা করলে আপনার ঘুমের উন্নতি হবে;

(৮) আগের চেয়ে শারীরিক শক্তি বৃদ্ধি পাবে;

(৯) হিজামা করাতে এটি আপনার কিডনি ও লিভারকে পরিস্কার করতে সাহায্য করে ;

(১০) গবেষনায় দেখা গিয়েছে, হিজামা করাতে হৃদ রোগের ঝুকি অনেকাংশ কমে যায়;

(১১) বৃদ্ধ মানুষের  বাত/ব্যথা দূর করতে এটি অনেক কার্যকরী;

(১২) যাদের গ্যাস্ট্রিকে সমস্যা আছে তাদের জন্য এটি অনেক উপকারি, এটি গ্যাস্ট্রিকে সমস্যা দূর করে।


বোনাস টিপসঃ

“ ঘরে বসে Cupping Therapy করার চেয়ে সবচেয়ে বেটার হবে যদি আপনি কোনো ভাল সেন্টারে গিয়ে করান। “

মূল পোস্ট: https://paikarighor.com/%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%89%E0%A6%AA%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE/

এপয়েন্টমেন্ট নেওয়ার নিয়মঃ
.
নূন্যতম ৩ দিন আগে কল দিয়ে সিরিয়াল বুক করতে হয়। তবে খালি থাকা সাপেক্ষে ইমার্জেন্সী সিরিয়াল তথা যেদিনের সিরিয়াল সেদিনও মোবাইলে যোগাযোগ করে দেওয়া যায়।
কল দিবেন সকাল ৮ টা থেকে রাত ৮ টার মধ্যে নিম্নোক্ত নম্বরে।
     .
📞 01763 951  371
📞  01833 406 632
    .
সেন্টারের লোকেশনঃ
.
  রোড ১৯, বাসা ৫৫ (২য় তলার বামপাশে) রুপনগর আবাসিক, মিরপুর-২, ঢাকা ১২১৬
.
 গুগল ম্যাপ লোকেশন:
.
.
সোশ্যাল মিডিয়া:
.
❇️ টেলিগ্রাম: https://t.me/quranictreatmentbd
❇️মেসেঞ্জার: 📮 http://m.me/QuranicTreatmentBd
❇️ ট্রেনিং গ্রুপ: https://www.facebook.com/groups/833450798461695/ 
❇️ পেশেন্টদের রিভিউ:  https://www.facebook.com/groups/623845769646953/
❇️  রুকইয়াহ সাজেশন: https://www.facebook.com/groups/QuranicTreatmentBD/
.
যারা কুরআন-হাদিস অনুযায়ী শরঈয়তসম্মত এই চিকিৎসা জানে না তাদের কাছে আমাদের লিংকগুলো শেয়ার করে পৌছে দিন।
আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি কেউ উপকৃত হয়।
0
Empty Cart Your Cart is Empty!

It looks like you haven't added any items to your cart yet.

Browse Products