প্রাথমিক পর্যায়ে অনুসরনীয় সেল্ফ রুকইয়াহ সাজেশন!
November 16, 2021
স্বপ্নদোষ বন্ধ করার উপায়???
March 16, 2022
প্রাথমিক পর্যায়ে অনুসরনীয় সেল্ফ রুকইয়াহ সাজেশন!
November 16, 2021
স্বপ্নদোষ বন্ধ করার উপায়???
March 16, 2022

দু’আর শক্তি💚

৩৪ বছর বয়সী এক মহিলার বিয়ে হয়নি। অনেক চেষ্টার পর যার সাথে বিয়ে ঠিক হল তার আত্বীয় বিয়ের ঠিক আগের দিন সমবয়সী বলে বিয়ে ভেংগে দিয়ে যায়।

অভিযোগ ছিল, এই বয়সে মেয়ে গর্ভবতী হতে পারবে না। বিয়ের আগের দিনই বিয়ে ভাংগার ব্যপারে ছেলের পুর্ন সমর্থন ছিল। ছেলেও হঠাত বলে বসে বয়স্ক মেয়ে বিয়ে করব না।
৩৪ বছর বয়সী মেয়েটার (নাম প্রকাশ করা যাচ্ছে না) মাথায় আকাশ ভেংগে পড়ে। বয়স, অপমান, লজ্জা, ভবিষ্যত দুশ্চিন্তা তাকে ঘিরে ধরে।
নিজের একটু শান্তির জন্যে সে উমরাহতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মদীনাতে, মক্কাতে তার প্রার্থনা কতটা আবেগের ছিলজানি না। শুধু এটুকু জানি, সিজদাতে, কান্নারত অবস্থায় সে কুরআনের একটা আয়াত তিলাওয়াত করতে থাকতো।

‘তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না’।
[সুরা যুমার: ৫৩]

উমরাহ শেষে দেশে ফেরার পর এয়ারপোর্টের লাগেজ বেল্ট থেকে সুটকেস বের করতে বেগ পেতে হচ্ছিল বোনটার। পাশের এক সুদর্শন পুরুষ বেল্ট থেকে তাকে ব্যাগ নামিয়ে দিয়ে চলে গেল।
এয়ারপোর্ট থেকে বের হয়ে মেয়েটা তার অপেক্ষারত বোন আর দুলাভাইকে দেখতে পেল। সাথে দেখতে পেল বেল্ট থেকে লাগেজ নামিয়ে দেওয়া লোকটিকে। দুলাভাই পরিচয় করিয়ে দিলেন মেয়েটিকে তার বন্ধুটির সাথে।
আর এই পরিচয় বিয়েতে রুপ নিতে সময় লেগেছে খুব কম। দু’আর রিফ্লেকশন সিনেমাটিক মনে হয়েছে? তাহলে আরও শুনুন।
বোনটির বিয়ের পর একসাথেই ৩টি সন্তানের
জন্ম দেন।
আমি এতে অবাক হইনি।
এখানে শেষ না। যেই মানুষটা বয়সের অজুহাতে বিয়ের আগের দিন বিয়ে ভেংগে ফেলেছিল এবং পরে কচি বিয়ে করেছে , তার বিয়ের পর অনেক চেষ্টা করেও সন্তান হচ্ছে না।

যাহোক। এটা তাদের ব্যাপার। সন্তানহীন, সেটা আল্লাহর ইচ্ছা। দোষারোপের উদ্দেশ্যে বলিনি।
আমার উদ্দেশ্য এটা বুঝানো, দু’আয় কবুল হওয়ার ব্যাপারে শতভাগ নিশ্চিত হয়ে দু’আ করতে থাকুন। একিন সৎ হলে, আর হালাল পথে চললে একদিন দু’আ কবুল হবে ইনশাআল্লাহ্।

“বলুন, হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর যুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সমস্ত গোনাহ মাফ করেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।”
[সুরা যুমার: ৫৩]

#সংগৃহীত