
❝ঈদে মিলাদুন্নবী- ভালোবাসার নামে বিদআত, জ্বীন ও যাদুর ফাঁদ❞
September 1, 2025আঈন-হাসাদ-সিহরের কারনে চুল পড়ার ক্বুরআনি চিকিৎসাঃ
November 14, 2025“আমি তো কারো ক্ষতি করি নি…
তবুও কেনো যেন বারবার সবকিছু ভেঙে পড়ে…
মন খারাপ, অজানা ভয়, কাজের অগ্রগতি থেমে যাওয়া,
হঠাৎ অসুস্থতা বা অস্থিরতা—
সবকিছুর পেছনে কখনও লুকিয়ে থাকে বদ নজর।
রাসুল ﷺ বলেছেন —
‘বদ নজর সত্য।’
(সহিহ মুসলিম)
মানুষের চোখে ঈর্ষা, হিংসা, বিস্ময়—
এগুলো অনেক সময় শক্তি হয়ে অন্যের জীবনে প্রভাব ফেলে।
তুমি হয়তো কাউকে কষ্ট দাও না,
কিন্তু সবাই তোমার সুখ, শান্তি বা সাফল্য দেখতে পারে না।
তাই আমাদের দরকার রক্ষাকবচ —
আর সেই রক্ষাকবচই হলো রুকাইয়াহ।
🔹 রুকাইয়াহ মানে কী?
রুকাইয়াহ মানে — আল্লাহর কালাম দিয়ে নিজের ওপর বা অন্যের ওপর দোয়া ও কুরআনের আয়াত পড়ে চিকিৎসা করা।
এটা কোনো জাদু বা তাবিজ নয় —
এটা হলো কুরআন ও সুন্নাহর আলোকে আত্মার পরিশুদ্ধি ও শারীরিক/মানসিক সুরক্ষা।
🔹 কেন রুকাইয়াহ জরুরি?
কারণ বদ নজর, জিন, বা হিংসা — এসব থেকে রক্ষা পাওয়ার সবচেয়ে নিরাপদ উপায়ই রুকাইয়াহ।
রাসুল ﷺ নিজেও রুকাইয়াহ পড়তেন, সাহাবাদেরও শেখাতেন।
যখন মানুষর নজর তোমার উপর পড়ে,
তখন রুকাইয়াহই তোমার ঢাল হয়ে দাঁড়ায়।
কারণ কেউ তোমাকে রক্ষা করতে পারবে না —
শুধু আল্লাহই পারেন। 🌿”
@Quranic Treatment BD


