
বৃষ্টিতে ভিজলেই জ্বর, সর্দি, ঠান্ডা লাগার মত সমস্যা গুলো কেন হয়ে থাকে?
July 3, 2025
আশিক জ্বিন দ্বারা আক্রান্তদের সমস্যা সমূহ
July 3, 2025- 🌧️সামাজে একটি কথা প্রচলিত আছে যে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা সর্দি কাশি হয়ে থাকে। যার কারনে প্রবীণ ব্যক্তিগণ বৃষ্টিতে ভিজতে বারণ করে থাকেন।
বাস্তবেই দেখা যায় বৃষ্টিতে ভিজলে অনেক ব্যক্তির জ্বর,ঠান্ডা,সর্দি,কাশিতে আক্রান্ত হয়ে পড়ে।
⭕বৃষ্টিতে ভিজলে এমন সমস্যা সৃষ্টি হওয়ার মূল কারণ হচ্ছে : আল্লাহ রাব্বুল আলামীন সূরা আনফালের ১১ নাম্বার আয়াতে বলেন
وَيُنَزِّلُ عَلَيْكُمْ مِّنَ السَّمَآءِ مَآءً لِّيُطَهِّرَكُمْ بِهٖ وَيُذْهِبَ عَنْكُمْ رِجْزَ الشَّيْطٰنِ
আল্লাহ আকাশ হতে তোমাদের উপর বৃষ্টিধারা বর্ষণ করেছিলেন তোমাদেরকে তা দিয়ে পবিত্র করার জন্য। তোমাদের থেকে শয়ত্বানী পংকিলতা দূর করার জন্য।
⭕আল্লাহ তায়ালা প্রথম কারণ টা উল্লেখ করেছেন
لِّيُطَهِّرَكُمْ بِهٖ
অর্থ আমি তোমাদের পবিত্র করার জন্য
বৃষ্টি নাজিল করি।এখানে পবিত্র শব্দ টি ব্যবহার করেছেন আল্লাহ। পবিত্র করার উদ্দেশ্য হলো শরীরের যে নাপাকি আছে, ময়লা আছে, রোগ- জীবানো আছে তা থেকে শরীরকে পবিত্র করা।
⭕হাদিসে অসুস্হ ব্যক্তির জন্য দোয়া করা হয়েছে:
«لاَ بأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ».
কোনো ক্ষতি নেই, আল্লাহ যদি চান তো পবিত্রকারী হবে।” [বুখারী (ফাতহুল বারীসহ) ১০/১১৮, নং ৩৬১৬।]এখানেও পবিত্র করার কথা বলা হয়েছে। আর طَهُورٌ এর অর্থ হচ্ছে পবিত্র বা সুস্থতা।
🟢সুতরাং বৃষ্টিতে ভেজার কারণে জ্বর সর্দি ঠান্ডা লাগার মূল কারণ হলো আল্লাহ তাআলা ব্যক্তির শরীরে লুকিয়ে থাকা ভাইরাস জীবাণু থেকে শরীরকে পবিত্র করতে চান।
এ ভাইরাস গুলো ব্যক্তির ভবিষ্যৎ জীবনে ক্ষতির কারণ হতে পারে। আর যখন ব্যক্তি বৃষ্টিতে ডিজে তখন ভাইরাস গুলো সক্রিয় হয়ে উঠে।
❇️আল্লাহ তাআলা চান ভাইরাস গুলোকে শরীর থেকে বের করে আনতে। তখন তিনি সর্দি,কাশি,জ্বর এর মাধ্যমে শরীর থেকে ভাইরাস গুলোকে বের করে দেন।
আল্লাহ তা’আলা এভাবে থেকে ভাইরাস গুলোকে বের করে দিয়ে মানুষের শরীরকে পবিত্র করে থাকেন।
এর থেকে বোঝা যায় যে বৃষ্টিতে ভেজা উত্তম। ভেজার কারণে জ্বর,সর্দি,কাশি হওয়াটাও উত্তম।
🔺তাই বৃষ্টিতে ভেজা এবং আল্লাহর কাছে অনেক বেশি দোয়া করা কেননা বৃষ্টিতে দোয়া কবুল হয়।
এপয়েন্টমেন্ট নেওয়ার নিয়মঃ.নূন্যতম ৩ দিন আগে কল দিয়ে সিরিয়াল বুক করতে হয়। তবে খালি থাকা সাপেক্ষে ইমার্জেন্সী সিরিয়াল তথা যেদিনের সিরিয়াল সেদিনও মোবাইলে যোগাযোগ করে দেওয়া যায়।কল দিবেন সকাল ৮ টা থেকে রাত ৮ টার মধ্যে নিম্নোক্ত নম্বরে।.01763 951 371
01833 406 632
.সেন্টারের লোকেশনঃ.রোড ১৯, বাসা ৫৫ (২য় তলার বামপাশে) রুপনগর আবাসিক, মিরপুর-২, ঢাকা ১২১৬.গুগল ম্যাপ লোকেশন:..সোশ্যাল মিডিয়া:.টেলিগ্রাম: https://t.me/quranictreatmentbd
মেসেঞ্জার:
http://m.me/QuranicTreatmentBd
ট্রেনিং গ্রুপ: https://www.facebook.com/groups/833450798461695/
পেশেন্টদের রিভিউ: https://www.facebook.com/groups/623845769646953/
রুকইয়াহ সাজেশন: https://www.facebook.com/groups/QuranicTreatmentBD/
.যারা কুরআন-হাদিস অনুযায়ী শরঈয়তসম্মত এই চিকিৎসা জানে না তাদের কাছে আমাদের লিংকগুলো শেয়ার করে পৌছে দিন।আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি কেউ উপকৃত হয়।