আমাদের ভিতরে অনেক ভাই বোন ফোন দিয়ে বলেন যে হুজুর একবার রুকইয়াহ করবো তাতেই যেন সুস্হ হয়ে যাই! তাদের উদ্যোশে আজকের লেখা টি প্রথমত রাকির হাতে কোন ক্ষমতা নাই। আল্লাহ্ যদি চান তাহলেই সুস্থ হবেন ইনশাআল্লাহ! প্রথম সেশনে আমাদের কাছে একজন রুগি আসার পর তার থেকে আমরা শুনে নেই।
.
সে অনুযায়ী রুকইয়াহ করা হয়। তার পর পরবর্তী সেশনে চিকিৎসা শুরু হয় এগুলো সাধারণত এক দুই সেশনে হয় না এটা বুজতে হবে! অনেক বার রুকইয়াহ করাতে হয় এবং বাসায় বসে সেল্ফ রুকইয়াহ করতে হয়। আল্লাহর কাছে কান্নাকাটি করতে হয় তার পর মহান রব যদি চান তখন সুস্হতা বোধ করতে পারেন ইনশাআল্লাহ! আপনি ও আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনার সমস্যার কথা কমেন্ট বক্সে! যাজাকুমুল্লাহ খাইর 🌸
এপয়েন্টমেন্ট নেওয়ার নিয়মঃ
.
নূন্যতম ৩ দিন আগে কল দিয়ে সিরিয়াল বুক করতে হয়। তবে খালি থাকা সাপেক্ষে ইমার্জেন্সী সিরিয়াল তথা যেদিনের সিরিয়াল সেদিনও মোবাইলে যোগাযোগ করে দেওয়া যায়।
কল দিবেন সকাল ৮ টা থেকে রাত ৮ টার মধ্যে নিম্নোক্ত নম্বরে।