যাদুগ্রস্ত পরিবারের, সকল সদস্যের চিকিৎসা
July 31, 2025
“হিজামাহ”
August 22, 2025
যাদুগ্রস্ত পরিবারের, সকল সদস্যের চিকিৎসা
July 31, 2025
“হিজামাহ”
August 22, 2025

জ্বিন ও যাদুর আক্রমণের কারণ ও প্রতিকার

🌿 জ্বিন ও যাদুর আক্রমণের কারণ ও প্রতিকার

الحمد لله والصلاة والسلام على رسول الله

মানুষের জীবনকে অশান্ত করার অন্যতম কারণ হলো জ্বিন ও যাদুর আক্রমণ। ইসলাম এ বিষয়ে স্পষ্ট দিকনির্দেশনা দিয়েছে। কোরআন-সুন্নাহ থেকে দূরে থাকলে মানুষ সহজেই এ ক্ষতির শিকার হতে পারে। তাই আমাদের জন্য জানা জরুরি— কী কারণে এসব আক্রমণ হয় এবং কীভাবে এর প্রতিকার করা যায়।

📌 কোরআনের সতর্কবাণী

আল্লাহ বলেন:

> إِنَّهُ لَيْسَ لَهُ سُلْطَانٌ عَلَى الَّذِينَ آمَنُوا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ
“যারা ঈমান আনে ও তাদের রবের উপর ভরসা করে, তাদের উপর শয়তানের কোনো ক্ষমতা নেই।”
(সূরা নাহল: 99)

🔹 জ্বিন ও যাদুর আক্রমণের প্রধান কারণসমূহ

🔹ঈমান ও আকিদার দুর্বলতা

আকিদায় ত্রুটি থাকা

কোরআন ও সুন্নাহ থেকে দূরে থাকা

বিদআতে লিপ্ত হওয়া

ফরজ ও ওয়াজিব অবহেলা করা

🔹পারিবারিক ও সামাজিক পরিবেশ

বাড়িতে ঈমানী পরিবেশ না থাকা

ঘরে ছবি-মূর্তি রাখা

গান-বাজনা ও অশ্লীলতায় লিপ্ত থাকা

অপরিচ্ছন্ন জীবনযাপন

নারীদের খোলা চুলে চলাফেরা

🔹 ব্যক্তিগত অভ্যাস ও অসতর্কতা

নির্জনে অতিরিক্ত একা থাকা

টয়লেটে দোয়া না পড়ে প্রবেশ করা

সকাল-সন্ধ্যার যিকির না করা

গভীর রাতে একাকী চলাফেরা করা

বাড়ি থেকে বের হওয়া ও ঢোকার সময় দোয়া না পড়া

রাতে দরজা-জানালা খোলা রাখা

হাই তোলার সময় মুখ না ঢেকে রাখা

জৈবিক সম্পর্কে দোয়া না পড়া

🔹 শিশুদের ক্ষেত্রে অবহেলা

শিশুদের যত্রতত্র নিয়ে যাওয়া

সন্ধ্যার সময় বাইরে রাখা

🔹 ঝুঁকিপূর্ণ সম্পর্ক ও কাজ

জাদুকর বা কবিরাজদের সাথে সম্পর্ক রাখা

ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়ে আসা-যাওয়া

গান-বাজনা ও নেশায় লিপ্ত হওয়া

অতিরিক্ত রাগান্বিত হওয়া

🔹 প্রতিকার ও সুরক্ষার উপায়

✅ শুদ্ধ আকিদা ও ঈমান দৃঢ় রাখা
✅ ফরজ ইবাদত যথাযথভাবে আদায় করা
✅ সকাল-সন্ধ্যার যিকির পড়া
✅ ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও ছবি-মূর্তি সরানো
✅ বাচ্চাদের হেফাজত করা (বিশেষত সন্ধ্যার পর)
✅ গান-বাজনা, নেশা ও অশ্লীলতা থেকে বিরত থাকা
✅ প্রতিটি কাজে দোয়া পাঠ করা

টয়লেটে প্রবেশ

ঘরে প্রবেশ/বাহির হওয়া

খাবার শুরু করা

ঘুমানো
✅ রুকইয়াহ শারইয়্যাহ করা – কোরআনের আয়াত দিয়ে চিকিৎসা

সূরা ফাতিহা

আয়াতুল কুরসি

সূরা বাকারাহ (বিশেষত শেষের ২ আয়াত)

সূরা ইখলাস, ফালাক, নাস

🌸যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে, নিয়মিত যিকির করে এবং কোরআন-সুন্নাহ অনুসরণ করে, তাকে জ্বিন বা যাদু ক্ষতি করতে পারে না। তাই আমাদের করণীয় হলো—

জ্বিন ও যাদুর কারণগুলো থেকে দূরে থাকা,

এবং সুরক্ষার উপায়গুলো আমল করা।

আল্লাহ আমাদের সবাইকে জ্বিন, শয়তান ও যাদুর আক্রমণ থেকে হেফাজত করুন। আমীন।

0
Empty Cart Your Cart is Empty!

It looks like you haven't added any items to your cart yet.

Browse Products