তদবীর নাকি জাদু! জাদুকর চিনুন।

রুকইয়াহ ও মাসনুন দোয়ার এপস কালেকশন
January 13, 2021
যাদুকরের প্রতি অভিশাপ এবং যাদু ধ্বংসের দোয়া ((বাংলা অর্থসহ)
April 17, 2021
রুকইয়াহ ও মাসনুন দোয়ার এপস কালেকশন
January 13, 2021
যাদুকরের প্রতি অভিশাপ এবং যাদু ধ্বংসের দোয়া ((বাংলা অর্থসহ)
April 17, 2021

তদবীর নাকি জাদু! জাদুকর চিনুন।

জাদুকর চেনার উপায়” –

অনেকে বলে পীর, কবিরাজ, গনক জ্যোতিষীর তাদের কাজে মাঝে মধ্যে সফলতা পায়। এর কারণ হচ্ছে, শয়তান জ্বিনদের সাথে তাদের যোগাযোগ।
যদি কিনা নিচের আলামত গুলো তাদের মধ্যে পাওয়া যায়। মনে করবেন তারাই ব্লাক ম্যাজিকের সাথে জড়িত এবং ব্লাক ম্যাজিক চর্চা করে ।
মানুষের মধ্যে যেমন ভিন্ন জাতি রয়েছে তেমনি জ্বিনদের মধ্যেও মুসলিম এবং কাফির জ্বিন রয়েছে।
সাধারণত যেগুলো কাফির জ্বিন মুলত সেগুলি শয়তান এবং তাদের মাধ্যমে ঐ সমস্ত ব্যক্তি তাদের কাজ হাসিল করে থাকে।
যে সমস্ত ব্যক্তি ব্লাক ম্যাজিকের চর্চা করে তাদের নিকট নিম্মে উল্লেখিত আলামত গুলো পাওয়া যাবে।
এবং মনে করবেন সেই প্রকৃত জাদুকর।
(১) আপনার নাম জিজ্ঞেস করে এবং আপনার মায়ের নাম জিজ্ঞেস করে কিংবা জন্মতারিখ।
(২) আপনার ছবি কিংবা কাপড়ের কোন কিছু চায়।
(৩) আপনার চুল, জুয়েলারি কিংবা আপনার সাথে সম্পর্কিত কিছু চায়।
(৪) আপনাকে কোন প্রাণী আনতে কিংবা উৎসর্গ করতে বলে।
(৫) কোন ফিসফিসানি কিংবা এমন দুর্বোধ্য ভাষার ব্যবহার যা আপনি বুঝতে সমর্থ নন।
(৬) আপনাকে কোন তাবিজ-তুমার দেয়।
(৭) আপনার বাচ্চাকে তার সাথে সাক্ষাতের সময় নিয়ে যেতে বলা।
(৮) কুরআন এবং সুন্নাহভিত্তিক দুয়া ব্যতীত অন্যকিছু পাঠ করা।
(৯) আপনাকে স্পর্শ করতে চাওয়া (যদি আপনি মহিলা হোন) ।
(১০) তারা আপনাকে নির্দিষ্ট অর্থের বিনিময়ে সুস্থ করার দাবি করে।
(১১) আপনার কাছে প্রচুর টাকা-পয়সা দাবি করে।
(১২) আপনাকে পানিতে পাড়া দেয়া কিংবা জীনকে বোতলবন্দী করার কথা বলে।
(১৩) আপনাকে চড়ি কিংবা পাথর দিয়ে তা আংটিতে লাগিয়ে পড়তে কিংবা বহন করতে বলে।
(১৪) যদি সে আপনার অতীত বলে কিংবা আপনার ভবিষ্যৎ জানায়।
দ্বিতীয় আরেকটি বিষয় হল এসব জাদুকররা সর্বত্র প্রাথমিকভাবে যে কথাটি জিজ্ঞাসা করে তা হল ব্যক্তির নাম বা মায়ের নাম বা বাবার নাম জিজ্ঞাসা করা।
যদি নাম জানতে পারে তখনই তাদের কাজ সম্পাদন করতে তাদের সুবিধা বেশি হয়। হাদিসে আছে প্রতিটি মানুষের সাথে ‘কারিন’ নামে একটি জ্বিন রয়েছে যে আমাদের সবসময় কুমন্ত্রনা দান করে।
যখন কোন কালো যাদুকারী কারোও নাম এবং তাঁর মাতার নাম জেনে নেয় তখন জাদুকরের সে উক্ত জ্বিন ‘কারিন’ জ্বিনের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে এবং ব্যক্তি পিছনে যা যা ঘটেছে তা “কারিন “জ্বিনের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে উক্ত ব্যক্তির নামের সংখ্যাগত ভাল্যু নির্ধারণ করে।
এরপর সে তার কাছে থাকা কালো যাদু ছকের বিভিন্ন ধরনের তারকার চিহ্নের সাহায্যে সেই সংখ্যাগত মানের জন্য তার কি করা দরকার
(পুতুল মাটিতে পোঁতা, পুড়িয়ে ফেলা, পানিতে ডোবানো বা গাছে লটকানো, তিন রাস্তার মুড়ে পানি ঢালা, বেজুর সংখ্যা মাটির পাতিলার মধ্যে ফুল, কলা টাকা ইত্যাদি) সেটা নির্ধারন করে, এভাবে পরবর্তী প্রক্রিয়াগুলো সে সম্পাদন করতে থাকে। এবং এসব কিছুই শয়তানের উপাসনার সাথে সংশ্লিষ্ট।
সুতরাং এসব কার্যকালাপ যাদের মধ্যে পান তাদের থেকে বিরত থাকুন অন্যদের সতর্ক করুন। আর জিন-জাদুতে আক্রান্ত হলে রুকইয়াহ শরইয়াহ করুন।
এপয়েন্টমেন্ট নেওয়ার নিয়মঃ
.
নূন্যতম ৩ দিন আগে কল দিয়ে সিরিয়াল বুক করতে হয়। তবে খালি থাকা সাপেক্ষে ইমার্জেন্সী সিরিয়াল তথা যেদিনের সিরিয়াল সেদিনও মোবাইলে যোগাযোগ করে দেওয়া যায়।
কল দিবেন সকাল ৮ টা থেকে রাত ৮ টার মধ্যে নিম্নোক্ত নম্বরে।
     .
📞 01763 951  371
📞  01833 406 632
    .
সেন্টারের লোকেশনঃ
.
  রোড ১৯, বাসা ৫৫ (২য় তলার বামপাশে) রুপনগর আবাসিক, মিরপুর-২, ঢাকা ১২১৬
.
 গুগল ম্যাপ লোকেশন:
.
.
সোশ্যাল মিডিয়া:
.
❇️ টেলিগ্রাম: https://t.me/quranictreatmentbd
❇️মেসেঞ্জার: 📮 http://m.me/QuranicTreatmentBd
❇️ ট্রেনিং গ্রুপ: https://www.facebook.com/groups/833450798461695/ 
❇️ পেশেন্টদের রিভিউ:  https://www.facebook.com/groups/623845769646953/
❇️  রুকইয়াহ সাজেশন: https://www.facebook.com/groups/QuranicTreatmentBD/
.
যারা কুরআন-হাদিস অনুযায়ী শরঈয়তসম্মত এই চিকিৎসা জানে না তাদের কাছে আমাদের লিংকগুলো শেয়ার করে পৌছে দিন।
আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি কেউ উপকৃত হয়।
0
Empty Cart Your Cart is Empty!

It looks like you haven't added any items to your cart yet.

Browse Products