আপনি জানেন কি?
July 27, 2024
শাশুড়ী যখন বউকে যাদু করে বিচ্ছেদ ঘটায়!
July 27, 2024
আপনি জানেন কি?
July 27, 2024
শাশুড়ী যখন বউকে যাদু করে বিচ্ছেদ ঘটায়!
July 27, 2024

হাজিরা দেখা কি বৈধ?

 অনেক ভাই-বোন আমাদের কাছে ফোনে যোগাযোগ করে বলেন আমার নাম এটা,আমার মার নাম এটা,বাবার নাম এটা আপনি হাজিরা দেখে বলুন আমার সমস্যাটা। আমরা তাদের আসলে বিষয়টা কি সে সম্পর্কে বুঝিয়ে বলি,আর তা নিচে আলোচনায় দেওয়া হয়েছে।

যারা হাজিরা দেখে রুগীর সমস্যা বলে তার হচ্ছে গনক।আর রাসূল আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে যা বলেছেন তা নিচের হাদিস সমূহে ব্যখা করা হয়েছে। এবং হাজিরা দেখে কিভাবে আপনার সমস্যা বলে দিতে পারে সেটা নিচে আলোচনা করা হয়েছে।

 

🔸(১)গণকের কাছে এসে তাকে কোনো কিছু জিজ্ঞাসা করা এবং তার কথায় বিশ্বাস করা।

এটা হারাম। এ ধরণের লোক সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, «مَنْ أَتَى عَرَّافًا فَسَأَلَهُ عَنْ شَيْءٍ لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ أَرْبَعِينَ لَيْلَةً» “যে ব্যক্তি গণকের কাছে গিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করল, চল্লিশ দিন পর্যন্ত তার সালাত কবূল হবে না।”[1]

 

🔸(২) গণকের কাছে এসে তাকে কোনো কিছু জিজ্ঞাসা করা এবং তার কথায় বিশ্বাস করা। এটা আল্লাহর সাথে কুফুরী করার অন্তর্ভুক্ত। কারণ, সে ইলমে গায়েবের দাবীতে গণককে বিশ্বাস করেছে। মানুষ ইলমে গায়েব জানে বলে বিশ্বাস করলে আল্লাহর কথাকে অবিশ্বাস করা হবে। আল্লাহ বলেন, ﴿قُل لَّا يَعۡلَمُ مَن فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ ٱلۡغَيۡبَ إِلَّا ٱللَّهُۚ﴾ [النمل: ٦٥] “বলুন, আকাশ এবং জমিনে আল্লাহ ছাড়া গায়েবের সংবাদ অন্য কেউ জানে না।” [সূরা আন-নামল, আয়াত: ৬৫]

 

🔸(৩)সহীহ হাদীসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, «مَنْ أَتَى كَاهِنًا فَقَدْ كَفَرَ بِمَا أُنْزِلَ عَلَى مُحَمَّدٍ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ» “যে ব্যক্তি কোনো গণকের নিকট গমন করে তার কথায় বিশ্বাস করল, সে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ বিষয় (কুরআন ও সুন্নাহ)-এর সাথে কুফুরী করল।”[2] এ ধরণের মানুষ তাওবা না করে মারা গেলে কুফুরী অবস্থায় তার মৃত্যু হবে।(৩) গণককে পরীক্ষার জন্য এবং মানুষের সামনে তার ধোঁকাবাজির কথা তুলে ধরার জন্য তার কাছে যেতে কোনো অসুবিধা নেই।

 

ইবন সায়্যাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমণ করলে তিনি মনের মধ্যে একটি কথা গোপন করে ইবন সায়্যাদকে জিজ্ঞাসা করলেন, বল তো আমি কি গোপন করেছি? ইবন সায়্যেদ বলল, আদ-দুখ অর্থাৎ আদ-দুখান (ধোঁয়া)। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অকল্যাণ হোক তোমার! তুমি তোমার সীমা অতিক্রম করতে পারবে না।

 

❇️আর হাজিরা দেখা ব্যক্তি আপনার সমস্যা সম্পর্কে বিভিন্ন তথ্য দেয়,মূল সে আপনার সাথে থাকা কারিন জ্বিনের সাথে যাদুকরের লালিত -পালিত জ্বীন যোগাযোগ করে। আর কারিন ব্যক্তির সাথে ঘটে যাওয়া কিছু বিষয় যাদুকরের খাদেম জ্বীনকে বলে।আর সে যাদুকরকে বলে। যাদুকর আপনাকে বলে। আপনি মনে করেন সে গায়েব জানে। সম্পূর্ণ ধোকা এটা। আল্লাহ আমাদের জাতিকে,রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে এই গোমরাহি থেকে হেফাজত করুক, আমিন। @Quranic Treatment BD